মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩০:২৩

স্ত্রীকে মা'রধ'র, ডিজি পদমর্যাদার শীর্ষ পুলিশ কর্মকর্তা বরখা'স্ত!

স্ত্রীকে মা'রধ'র, ডিজি পদমর্যাদার শীর্ষ পুলিশ কর্মকর্তা বরখা'স্ত!

আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রীকে মা'রধ'রের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাই'রাল হয়ে গিয়েছিল। তার জেরে ডিজি পদমর্যাদার এক শীর্ষ পুলিশ অফিসার পুরুষোত্তম শর্মাকে দায়িত্ব থেকে সরিয়ে দিলো ভারতের মধ্যপ্রদেশ সরকার। যিনি ডিরেক্টরেক্ট অফ পাবলিক প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন।

স্বরাষ্ট্র দফতরের নির্দে'শিকায় জানানো হয়েছে, অবিলম্বে ১৯৮৬ ব্যাচের আইপিএস অফিসারকে সরিয়ে দেওয়া হচ্ছে। তবে তাকে কোথায় নয়া পোস্টিং দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। যদিও তাকে গ্রেফতার বা আ'টক করা হয়নি। গার্হ'স্থ্য হিং'সার অ'ভিযো'গ অবশ্য অ'স্বী'কার করেছেন পুরুষোত্তম। 

তিনি বলেন, ''আমি কোনওরকম হিং'সায় যু'ক্ত নই। এটা আমার ও আমার স্ত্রী'র মধ্যেকার বিষয়। ২০০৮ সালেও ও আমার বি'রু'দ্ধে অ'ভিযো'গ করেছিল। আমরা ৩২ বছর ধ'রে বিবাহিত। ও আমার সঙ্গে থাকছে এবং সব রকমের সুযোগ-সুবিধা ভোগ করছে। এমনকী আমার খরচে বিদেশে যাচ্ছিল। ও যদি আমার উপর ক্ষু'ব্ধ থাকে, তাহলে আমার সঙ্গে থাকার যু'ক্তি কী!''

রবিবার সোশ্যাল মিডিয়ায় পাঁচ মিনিটের সেই মা'রধ'রের ভিডিও ভাই'রাল হয়ে যায়। তাতে দেখা যায়, এক ব্যক্তি তার স্ত্রীকে ধা'ক্কা ঠে'লছেন, মা'রছেন এবং চে'পে ধ'রছেন। উলটে ফেলে দিতেও দেখা যায়। সেই সময় সামনে দু'জন থাকলেও তারা আ'ট'কানোর চেষ্টা করেননি। একজন কিছু বলার চেষ্টা করলেও অন্যজন কার্যত দাঁড়িয়ে মা'রধ'রের ঘ'টনা দেখছিলেন। সেই ভিডিয়োয় যে ব্যক্তিকে দেখা গিয়েছে, তিনি আদতে পুরুষোত্তম বলে জানিয়েছে সং'শ্লি'ষ্ট মহল। অপর দু'জন সম্ভবত তার ব্যক্তিগত কর্মী।

সূত্রের খবর, গার্হ'স্থ্য হিং'সার অ'ভিযো'গ তুলে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র এবং পুলিশের ডিজি বিবেক জোহরিকে চিঠি লিখেছিলেন পুরুষোত্তমের ছেলে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, ''সংবাদমাধ্যমের থেকে আমি বিষয়টি জানতে পেরেছি। যদি কোনও অ'ভিযো'গ থাকে, তাহলে আমি বিষয়টি দেখব।'' 

পুরষোত্তমের বি'রু'দ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সেই প্রশ্নের জ'বাবে সংবাদসংস্থা পিটিআইকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ''যদি লিখিত অ'ভিযো'গ আসে, তাহলে বিষয়টি খ'তিয়ে দেখা যাবে। (ভিডিওটা) আমিও দেখেছি।' বিষয়টি নিয়ে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন শোভা ওঝা জানান, আগামী ৫ অক্টোবর পুরুষোত্তমকে ডেকে পাঠানো হয়েছে। একইসঙ্গে তার স্ত্রীকে সুরক্ষা দেওয়ার জন্য রাজ্য সরকারের বলা হয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে