মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২১:২৭

দুই নিরীহ ফিলিস্তিনি হ'ত্যা করে মিশরের সরকারপন্থী মিডিয়ায় উল্লাস

দুই নিরীহ ফিলিস্তিনি হ'ত্যা করে মিশরের সরকারপন্থী মিডিয়ায় উল্লাস

আন্তর্জাতিক ডেস্ক : মাছ ধ'রতে গিয়ে ভুল করে মিসরের জলসীমায় ঢু'কে পড়া ফিলিস্তিনির দুই নিরী'হ মৎস্যজীবীকে মিসরের নৌবা'হি'নী হ'ত্যা করার পর তা নিয়ে দ'ম্ভো'ক্তি প্রকা'শ করেছেন মিশরের সরকারপন্থী টেলিভিশনের অনুষ্ঠান উপস্থাপক আহমেদ মুসা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুই ফিলিস্তিনি মৎস্যজীবী মিশরীয় জলসীমায় ঢু'কলে তাদের গু'লি করে হ'ত্যা করা হয়। এ বিষয়ে আহমেদ মুসা বলেন, ''যারা মিশরের সীমান্ত অতি'ক্রমের চেষ্টা করবে, তাদের কে'টে টু'করো টু'করো করে দেয়া হবে। আমরা কাউকে বির'ক্তি করছি না; কারো সঙ্গে ল'ড়া'ইয়েরও সময় এটা না।''

মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়, ওই দুই মৎস্যজীবী মিসরের জলসীমায় ঢু'কে পড়লে তাদের হ'ত্যা করে মিসরের নৌবা'হি'নী। এ প্রসঙ্গে ওই উপস্থাপক আরও বলেন, ''সীমান্ত হলো সবার জন্য বি'প'দসীমা। কেউ যদি তা অ'তিক্র'ম করতে চায়, তবে তাকে ফেরত যেতে দেয়া হবে না। আমি কি বলছি, হামাসকে তা বুঝতে হবে।'' শুক্রবার আরেক মৎস্যজীবীকে আ'টক করা হয়েছিল। 

গাজা মৎস্যজীবী ইউনিয়নের প্রধান নিজার আয়াশ বলেন, ''ওই মৎস্যজীবীদের নৌকাকে ধাওয়া করে তাদের প্রকা'শ্যে গু'লি করে হ'ত্যা করে মিসরীয় নৌবা'হি'নী।'' উল্লেখ্য, এক দশকের বেশি সময় ধ'রে ইসরায়েল ও মিসরের অ'বরো'ধের মুখে পড়ে পৃথিবীর সবচেয়ে বড় উ'ন্মু'ক্ত কা'রাগা'রে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা। তার ওপর ফিলিস্তিনের ক্ষ'মতাসীন রাজনৈতিক দল ফাতাহ ও জাতিমু'ক্তি আ'ন্দো'লনের সংগঠন হামাসের দ্ব'ন্দ্বে'র কারণে অবস্থা ভ'য়াব'হ রূপ নিয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে