মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০০:১৪

কুয়েতের আমির শেখ সাবাহ আর নেই

কুয়েতের আমির শেখ সাবাহ আর নেই

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ ৯১ বছর বয়সে মা'রা গেছেন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তার মৃ'ত্যুর ঘোষণা দিয়েছে। তার ৮৩ বছর বয়সী সৎ ভাই এবং বর্তমান যুবরাজ শেখ নাওয়াফ আল-আহমেদ নতুন আমিরের দায়িত্ব নেবেন বলে আশা করা হচ্ছে। গত জুলাইতে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন শেখ সাবাহ। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবে'দন থেকে এসব ত'থ্য জানা গেছে। প্রায় ৫০ বছর ধ'রে তেলসমৃদ্ধ উপসাগরীয় আরব দেশ কুয়েতের পররাষ্ট্র নীতি তদারকির পর ২০০৬ সালে আমিরের দায়িত্ব নেন শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ। অনেকেই তাকে আরব কূটনৈ'তিকার ডিন আখ্যা দিয়ে থাকেন। বিশেষ করে ১৯৯০-৯১ সালে ইরাকের কুয়েত আ'গ্রা'সনকে সমর্থন করা দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় রাখা ভূমিকার জন্য এই আখ্যা পেতেন তিনি।

উল্লেখ্য, বিশ্বের ষষ্ঠ শীর্ষ তেল মজুদকারী দেশ কুয়েত। দেশটির ৪১ লাখ জনসংখ্যার মধ্যে ৩৪ লাখই বিদেশি। বিগত ২৬০ বছর ধ'রে দেশটি শা'সন করছে সাবাহ পরিবার। উপসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র কুয়েত। দেশটির রাজনৈতিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষ'মতা থাকে আমিরের। পার্লামেন্ট ভে'ঙে দেওয়া কিংবা পাল্টে দিয়ে নির্বাচনের ডাক দেওয়ার ক্ষ'মতাও আমিরের হাতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে