 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : আর্মেনিয়ার প্রেসিডেন্ট আরমেন সারকিসিয়ান হুঁ'শিয়া'রি উচ্চারণ করে বলেছেন, ''তার দেশ আরেকবার তুরস্ককে আর্মেনীয় জনগো'ষ্ঠীর বি'রু'দ্ধে গণহ'ত্যা চালানোর অনুমতি দেবে না। কারাবাখ অঞ্চলের নিয়'ন্ত্রণ নিয়ে আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের সীমান্ত সং'ঘ'র্ষে তু'র্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বাকুর প্রতি সমর্থন ঘোষণার পর ইয়েরেভানের পক্ষ থেকে এই হুঁ'শিয়া'রি এলো।
আরমেন সারকিসিয়ান আজ (মঙ্গলবার) ইয়েরেভানে বলেন, ''ন্যাটোর সদস্যদেশ তুরস্ক তার সমস্ত শ'ক্তি নিয়ে আজারবাইজানের প্রতি সমর্থন জানিয়েছে। তিনি আজারবাইজানকে আর্মেনিয়ার বি'রু'দ্ধে ''সাম'রিক উস'কানি'' দেয়ার জন্য তুরস্ককে অ'ভিযু'ক্ত করে বলেন, তৎকালীন উসমানীয় শা'সকগো'ষ্ঠী ১০৫ বছর আগে একবার আর্মেনীয় জনগো'ষ্ঠীর বি'রু'দ্ধে গণহ'ত্যা চালিয়েছিল, কিন্তু এবার তার পু'নরাবৃ'ত্তি করতে দেয়া হবে না।
তুর্কি প্রেসিডেন্ট এরদোগান গতকাল আজারবাইজানের প্রতি সমর্থন জানিয়ে বলেছিলেন, প্রয়োজনে বাকুকে যেকোনো ধ'রনের সা'মরিক সহযোগিতা করবে আঙ্কারা। প্রথম বিশ্বযুদ্ধের সময় (১৯১৫ থেকে ১৯১৭ সাল পর্যন্ত) তৎকালীন উসমানীয় সরকার তার নিয়'ন্ত্রণে থাকা অঞ্চলের আর্মেনীয় জনগোষ্ঠীর ওপর ভ'য়াব'হ গ'নহ'ত্যা চালিয়েছিল বলে অভিযোগ আছে। আর্মেনিয়া মনে করে, পূর্বপ'রিক'ল্পিতভাবে আর্মেনীয় জনগো'ষ্ঠীর ওপর জাতিগত শু'দ্ধি অ'ভিযা'ন চালিয়েছিল উসমানীয় সাম্রাজ্য যাতে প্রায় ১৫ লাখ মানুষ নিহ'ত হয়। তুরস্ক বরাবর এই অ'ভিযো'গ অস্বী'কার করে এসেছে।