বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৪:৫৭

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ফিলিস্তিনি জনগনের পাশে থাকার ঘোষণা দিল মৌরিতানিয়া

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ফিলিস্তিনি জনগনের পাশে থাকার ঘোষণা দিল মৌরিতানিয়া

আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ফিলিস্তিনি জনগনের পাশে থাকার ঘোষণা দিয়েছে মৌরিতানিয়া।
গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) মৌরিতানিয়ার নোয়াকসটে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত মাজেদ বিন মুহাম্মাদ হুদাইবের সঙ্গে সাক্ষাতকালে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ইসলামাইল ওয়াদ শেখ আহমদ। মৌরতানিয়ার রাষ্ট্রয়াত্ত বার্তা সংস্থা তা নিশ্চিত করে। 

সাক্ষাতকালে মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল জানান, ‘আরব পিস ইনিশিয়েটিভ ও জাতিসংঘের সংশ্লিষ্ট রেজুলেশনের আলোকে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় আগের মতো ফিলিস্তিনবাসীকে সহযোগিতা করে যাবে মৌরিতানিয়া।’

এদিকে মৌরিতানিয়ার অনেক রাজনৈতিক দল ও আন্তর্জাতিক সংগঠন ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্ক স্বাভাবিকীকরণের তী'ব্র প্র'তিবাদ জানায়। গত ১৫ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পৃষ্ঠপোষকতায় ওয়াশিংটনের হোয়াইট হাউজে দেশগুলোর মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সূত্র : আনাদোলু এজেন্সি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে