বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৫:২১:৩২

আলোচনায় বসতে নারাজ, নাগর্নো-কারাবাখে চলছে ভ'য়াব'হ যু'দ্ধ

আলোচনায় বসতে নারাজ, নাগর্নো-কারাবাখে চলছে ভ'য়াব'হ যু'দ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের আরজি উড়িয়ে আলোচনার টেবিলে বসতে নারাজ আজারবাইজান ও আর্মেনিয়া। ফলে মঙ্গলবার থেকে বি'ত'র্কি'ত নাগর্নো-কারাবাখ অঞ্চলে ভ'য়াব'হ আকার ধা'রণ করেছে ল'ড়াই। এই সং'ঘা'ত আরও বড় আকার নিলে এই যু'দ্ধে তুরস্ক ও রাশিয়ার শামিল হওয়ার সম্ভাবনা বাড়বে। ফলে ককেশাস অঞ্চলে দেখা দেবে চ'র'ম অ'স্থি'রতা।

রবিবার দুই দেশের মধ্যে ল'ড়া'ই শুরু হওয়ার পর থেকেই সং'ঘ'র্ষ থামানোর আরজি জানিয়েছে আমেরিকা, রাশিয়া ও বাকি দেশগুলি। কিন্তু সেই প্রস্তাব উড়িয়ে দিয়েছে দুই যুযুধান প্রতিবেশী। এক রুশ সংবাদমাধ্যমে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ সাফ জানিয়ে দেন এই বিষয়ে আলোচনা করার মতো কিছু নেই। একই সুরে একই সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেন, ''ল'ড়া'ই চলাকালীন আলোচনার কোনও সম্ভাবনা নেই।''

এদিকে, এই যু'দ্ধ নিয়ে মঙ্গলবার বৈঠকে বসে জাতিসংঘের ১৫ সদস্যের নিরা'পত্তা পরিষদ। তারপরই তাত্‍ক্ষণিকভাবে সং'ঘ'র্ষ থামানোর আরজি জানান জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস। যদিও সেই প্রস্তাব উড়িয়ে দিয়েছে বর্তমানে লু'প্ত সোভিয়েত ইউনিয়নের দুই প্রাক্তন সদস্য দেশ। এর ফলে নাগর্নো-কারাবাখে আর্মেনিয়ান বি'দ্রো'হী ও আজারবাইজান বা'হি'নীর মধ্যে সং'ঘ'র্ষ আরও তী'ব্র হয়েছে। 

এদিন আর্মেনিয়া দাবি করেছে, নিজেদেরই একটি যু'দ্ধবিমান ধ্বং'স করে ফেলেছে তুরস্কের বিমানসেনা। আর্মেনিয়ার বিমানসীমার উপর শ'ত্রু ভেবে নিজেদেরই একটি যু'দ্ধবিমানে মিসা'ইল হা'মলা চালায় তুরস্কের একটি এফ-১৬ বিমান। যদিও এই দাবি ন'স্যাত্‍ করেছে আঙ্কারা।

উল্লেখ্য, আর্মেনিয়ার সঙ্গে সামরিক চু'ক্তি রয়েছে রাশিয়ার। এর ফলে ওই দেশের উপর হা'মলা হলে ম'দ'ত দিতে বা'ধ্য মস্কো। কিন্তু এক্ষেত্রে পরি'স্থিতি জ'টিল করে আজারবাইজানের সঙ্গেও ভাল সম্পর্ক রয়েছে রাশিয়ার। তাই এই সং'ঘ'র্ষ দ্রুত মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বিষয়ে তুরস্কের সঙ্গেও আলোচনা চালাচ্ছে মস্কো। এই সং'ঘ'র্ষে এপর্যন্ত মৃ'ত্যু হয়েছে প্রায় ১০০ জনের। 

বিতর্কিত নাগর্নো-কারাবাখ অঞ্চলে তু'মু'ল গো'লাব'র্ষ'ণ চলছে। নাগর্নো-কারাবাখ অঞ্চলটি আজারবেইজানের ভৌগলিক সীমানার মধ্যে হলেও সেটির দ'খ'ল রয়েছে আর্মেনিয়ান বিরো'ধীদের হাতে। অ'ভিযো'গ, আজারবাইজানের সরকারি বা'হি'নীর বি'রু'দ্ধে ল'ড়া'ই চালাতে ওই বিদ্রো'হীদের ম'দ'ত দিচ্ছে আর্মেনিয়া। রবিবার আজারবাইজানের চারটি সাম'রিক হেলিকপ্টার গু'লি করে নামিয়ে দেওয়ার পাশাপাশি ১০টি ট্যাংক ও ১৫ টি ড্রোনে আ'ঘা'ত হা'না হয়েছে বলে দাবি করেছে আর্মেনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রনালয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে