বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২০, ১১:৪৫:২৩

আজারবাইজানের সৈন্যদের প্রতিরো'ধের মুখে পিছু হ'টছে আর্মেনিয়ান সৈন্য

আজারবাইজানের সৈন্যদের প্রতিরো'ধের মুখে পিছু হ'টছে আর্মেনিয়ান সৈন্য

আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজানের সৈন্যদের প্রতিরো'ধের মুখে পিছু হটছে আর্মেনিয়ান সৈন্য ও স্বঘোষিত বি'দ্রোহীরা। এ অবস্থায় নিজেদের দাবীকৃত অনেক এলাকা দ'খল করতে সক্ষম হয়েছে আজারবাইজানের সৈন্যরা।

স্বঘোষিত নাগরনো কারাবাখ প্রজাতন্ত্রের মুখপাত্র বাহরাম পগোস্যানের জানিয়েছেন, ‘পুরো এলাকাজুড়ে বেসামরিক নাগরিকদের ঘরবাড়ি লক্ষ্য করে আজারবাইজানের চালানো হা'মলার ছাপ রয়েছে। তারা শুরু থেকেই আ'ক্রমণাত্মক আচরণ করে আসছে’।

এদিকে শর্ত ছাড়াই বিতর্কিত অঞ্চল না ছাড়া পর্যন্ত যু'দ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলকহাম আলিয়েভ জানান, দীঘদিন ধরে বিরোধপূর্ণ অঞ্চলটির সমস্যা সমাধানে আমরা সমঝোতার কথা বলে আসছি। তবে এটি অবশ্যই ১৯৯২ সালে গঠিত ইউরোপের নিরাপত্তা সংস্থার মাধ্যমে হতে হবে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিন্যান বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো পরি'স্থিতির যাতে উন্নতি হয় সে ব্যবস্থা করা। পুনরায় শান্তি স্থিতিশীলতা ফেরাতে আমরা কাজ করে যা।

আর্মেনিয়ার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে কা'মান থেকে মুহুর্মুহু গো'লা নি'ক্ষেপ করে আজারবাইজানের সেনারা। ধ্বং'স করে দেয়া দেয়া হচ্ছে জাবরাইল এলাকার বিভিন্ন স্থাপনা। আর্মেনিয়ার উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের দিকে সংঘা'তের তী'ব্রতা আরও বেড়েছে। আজারবাইজানের আগদাম অঞ্চলের বেশ কয়েকটি গ্রামের বাড়ি ঘর গুঁ'ড়িয়ে দেয়া হয়েছে। পুড়ে যায় বেশ কিছু এলাকাও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে