বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২০, ০৩:৫২:৪৮

পাকিস্তানের গো'লাব'র্ষণে ভারতীয় ৩ সেনা নিহ'ত, আহ'ত ৫

পাকিস্তানের গো'লাব'র্ষণে ভারতীয় ৩ সেনা নিহ'ত, আহ'ত ৫

আন্তর্জাতিক ডেস্ক : বিবা'দপূর্ণ জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সাম'রিক বা'হি'নীর ছোড়া গো'লায় ভারতীয় সেনাবা'হি'নীর তিন সদস্য নিহ'ত ও আরও পাঁচজন আহ'ত হয়েছেন। ভারত নিয়'ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সীমান্তে অ'স্ত্রবি'রতি ল'ঙ্ঘ'ন করে পাক সাম'রিক বাহিনীর গো'লায় এই হ'তাহ'তের ঘ'টনা ঘ'টেছে বলে জানিয়েছে নয়াদল্লি।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতীয় প্রতির'ক্ষার একজন মুখপাত্র বলেছেন, বুধবার রাতে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাঁ সেক্টরে পাকিস্তান সেনাবা'হি'নীর গো'লাব'র্ষণে ভারতীয় দুই সৈন্য নিহ'ত ও চারজন আহ'ত হয়েছেন। আহ'তদের সৈন্যদের উ'দ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া পুঞ্চ জেলার মানকোট ও কৃষ্ণ ঘাঁ'টি সেক্টরের কাছে অ'স্ত্রবিরতি ল'ঙ্ঘ'ন করে পাক সাম'রিক বা'হি'নীর গো'লায় আরও এক ভারতীয় সৈন্য নিহ'ত ও এক জওয়ান আহ'ত হয়েছেন। ভারতীয় সাম'রিক বা'হি'নী বলছে, বিনা উ'সকা'নিতে ছোট আ'গ্নেয়া'স্ত্র থেকে গু'লি ছোড়ার মাধ্যমে অ'স্ত্রবি'রতি ল'ঙ্ঘ'নের শুরু হলেও শেষে ম'র্টার থেকে গোলা ব'র্ষ'ণ করে পাকিস্তান।

ভারতীয় সাম'রিক বা'হি'নী উপ'যুক্ত জবা'ব দিয়েছে বলেছে জানিয়েছেন ওই কর্মকতা। তবে পৃ'থক এ গো'লাব'র্ষণের ঘ'টনায় পাকিস্তানি সৈন্য হ'তাহ'ত হয়েছে কিনা তা জানা যায়নি। গত পাঁচদিন ধরে পুঞ্চের বিভিন্ন গ্রাম ল'ক্ষ্য করে পাক সাম'রিক বা'হি'নী গো'লাব'র্ষণ করছে বলে অ'ভিযো'গ তুলেছে নয়াদিল্লি। গত মঙ্গলবার পাকিস্তানের গোলায় পুঞ্চের কয়েকটি গ্রামের অনেক প্রাণী আহ'ত হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে