বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২০, ০৪:০২:৩৬

পাকিস্তানের পার্লামেন্ট চালাচ্ছে অন্য কেউ : নওয়াজ শরীফ

পাকিস্তানের পার্লামেন্ট চালাচ্ছে অন্য কেউ : নওয়াজ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে পার্লামেন্ট চালাচ্ছে অন্যকেউ। পার্লামেন্ট এখন 'রাবার স্ট্যাম্পে' পরিণত হয়েছে। এমন অ'ভিযো'গ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। বুধবার তিনি তার দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএলএন) কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বৈঠকে লন্ডন থেকে অনলাইনে যোগ দেন। 

এ খবর দিয়ে অনলাইন এক্সপ্রেস টিবিউন লিখেছে, গত বছর চিকিৎসার জন্য তিনি লন্ডনে গিয়েছেন। তারপর থেকে সেখানেই অবস্থান করছেন। তিনি এবং তার পরিবার বলেছেন, পাকিস্তানে ফিরে তিনি নিজের দেশেই দাসত্বের মতো বাঁচতে চান না। তিনি মর্যাদার জীবন চান।

পার্লামেন্ট সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যে পার্লামেন্টের সদস্য তার স্বাধীনতা কতটুকু? দিনের কার্যসূচিতে অন্যরা তাদের এজে'ন্ডা ও নির্দে'শনা দিয়ে যায়। ভোটের জন্য বিল দিয়ে যায়। এটা হলো দেশের ভিতর সমান্তরাল রাষ্ট্র প্রতিষ্ঠা। আমরা একবার ঔপনিবেশবাদদের কাছ থেকে বেরিয়ে এসেছি মুক্তভাবে বাঁচার জন্য। কিন্তু আমরা মুক্ত বা স্বাধীন নাগরিক নই। নিজেকে প্রশ্ন করুন, আপনি স্বাধীন নাগরিক কিনা। সেইদিন খুব বেশি দূরে নয়, যখন মানুষ এসব কিছুর জন্য জবা'বদি'হিতা চাইবে।

উল্লেখ্য, দুর্নী'তির দায়ে অ'ভিযু'ক্ত সাবেক এই প্রধানমন্ত্রীকে একাধিকবার দেশে ফিরে আদালতের মু'খোমু'খি হতে বলা হয়েছে। কিন্তু তিনি দেশে ফিরতে চাইছেন না। বলেছেন, তিনি অ'পমা'নের জীবন নিয়ে বাঁচতে চান না। জনগণ যদি সিদ্ধান্ত নেয় অ'ত্যা'চারী ও নি'ষ্পে'ষণকারীর বি'রু'দ্ধে অবস্থান নেবে, তখনই বাস্তব পরিবর্তন আসবে। তা হতে পারে কয়েক মাস বা সপ্তাহে। এ জন্য কয়েক বছর প্রয়োজন নেই।

এ সময় তিনি সেনা গোয়ে'ন্দা সংস্থা আইএসআইয়ের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জহিরুল ইসলাম সম্পর্কে বি'স্ম'য়কর অ'ভিযো'গ করেন। বলেন, ২০১৪ সালে যখন সরকারের বি'রু'দ্ধে অবস্থান ধ'র্মঘ'ট চলছিল তখন তাকে প'দত্যা'গের আহ্বান জানিয়েছিলেন জহিরুল ইসলাম। নওয়াজ বলেন, মধ্যরাতে আমি একটি ম্যাসেজ পেলাম। তাতে আমাকে স'ত'র্ক করা হলো। বলা হলো, আমি পদত্যা'গ না করলে ক'রু'ণ প'রিণ'তি ভো'গ করতে হবে। সাম'রিক আইন জা'রি করা হবে। নওয়াজ বলেন, জবাবে আমি তাকে জানিয়ে দিলাম আপনারা যা খুশি করুন। কিন্তু আমি প'দত্যা'গ করবো না।

প্রধানমন্ত্রী ইমরান খানকে উদ্দে'শ্য করে নওয়াজ বলেন, তাকে যারা ক্ষ'মতায় এনেছে, তাদের সিদ্ধান্তের জন্য অ'নুশো'চনা করতে হবে। তবে তাদেরকে জবা'বদি'হিতায় আনতে হবে। এই ব্যক্তি (ইমরান খান) সব কিছুর জন্য দা'য়ী। কিন্তু প্রকৃতপক্ষে এই দায় বর্তায় তাদের ওপর, যারা তাকে ক্ষ'মতায় এনেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে