বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২০, ০৫:৩২:৫১

মোটা মানুষেরা সাবধানে থাকুন, করোনা ভ্যাকসিন নাও কাজ করতে পারে

মোটা মানুষেরা সাবধানে থাকুন, করোনা ভ্যাকসিন নাও কাজ করতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : করোনার জেরে জে'রবার গোটা বিশ্ব। ভ্যাকসিন আবিষ্কার করতে বিশেষজ্ঞরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষ অপেক্ষা করে আছে একটা সুখবরের আশায়। করোনার একাধিক ভ্যাকসিনের মানব শরীরে ট্রায়াল চলছে বিভিন্ন জায়গায়। আর এই গবেষণাকালে উঠে আসছে নানা ত'থ্য।

একদল বিশেষজ্ঞ দাবি করছেন, মোটা মানুষদের শরীরে হয়তো করোনার ভ্যাকসিন কাজ করবে না। ভ্যাকসিন মেদবহুল ব্যক্তির শরীরে কাজ না করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এমনকি একজন মোটা মানুষের কোভিড-১৯'এ মা'রা যাওয়ার সম্ভাবনা অন্য মানুষের তুলনায় ৪৮ শতাংশ বেশি, এমনই উ'দ্বে'গজনক ফল এসেছে গবেষণায়। 

ইউএস নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয় কমিশন মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, ফ্রান্স ও ইতালি-সহ নানা দেশ থেকে সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করে এই সম্ভাবনার কথা জানিয়েছে। এই বিষয়ে গবেষণাকারী দলের প্রধান ইউএস নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয় কমিশনের অধ্যাপক ব্যারি পপকিন বলেছেন যে, 'মেদবহুল ব্যক্তিদের শরীরে করোনা ভ্যাকসিন যদি কাজই না করে, তাহলে এটা সত্যিই উ'দ্বে'গজনক।' 

আসলে স্থূলতা হৃ'দরো'গ, টাইপ ২ ডা'য়াবে'টিস, ইনসুলিন প্রতিরো'ধের এবং প্রদা'হের ঝুঁ'কি বাড়িয়ে দেয়। আর সবগুলো রোগই করোনা ভাইরাসে সং'ক্র'মিত হওয়া আশ'ঙ্কা বাড়ায়। করোনা ভাইরাস মহামা'রি থেকে মুক্তি পেতে ভ্যাকসিনের দিকেই তাকিয়ে আছে সারাবিশ্ব। সূত্র : প্রথম কলকাতা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে