বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২০, ০৭:৩৫:২৯

বাবরি মসজিদ মামলায় বিচারের নামে তামাশা করেছে ভারতের আদালত: আল্লামা কাসেমী

বাবরি মসজিদ মামলায় বিচারের নামে তামাশা করেছে ভারতের আদালত: আল্লামা কাসেমী

আন্তর্জাতিক ডেস্ক : ২৮ বছর আগে ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ভে'ঙে ফেলার ঘ'টনায় বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর জোশী, উমা ভারতীসহ ৩২ জন অ'ভিযু'ক্তকে নি'র্দো'ষ ঘোষণা দিয়ে খা'লাস দেওয়ার ভারতীয় কোর্টের রায়ের নি'ন্দা জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

তিনি বলেন, ''ভারতীয় আদালত উ'গ্র হিন্দু'ত্ববা'দের পক্ষ নিয়ে সত্য, ন্যায়-ইনাসফ ও বাস্তবতার সঙ্গে শুধু তা'মা'শাই করেনি, বরং মুসলমানদের বি'রু'দ্ধে হিন্দুত্ববা'দি আ'গ্রাস'নকে বৈ'ধতা দিতে শুরু করেছে। একই ভূমিকা আমরা ২০১৯ সালের নভেম্বরে বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণের রায়েও প্র'ত্য'ক্ষ করেছি।

বৃহস্পতিবার আল্লামা নূর হোসাইন কাসেমীর প্রেসসচিব মাওলানা মুনির আহমদ স্বা'ক্ষরিত সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ''হিন্দু উ'গ্রবা'দীরা ভারতজুড়ে বছরব্যাপী নানা সভা-সমাবেশ করে এবং সুনির্দিষ্ট দিন-ক্ষণ, তারিখ দিয়ে ১৯৯৯২ সালের ৬ ডিসেম্বর প্রকাশ্যে উল্লাস নৃত্যে ঐতিহাসিক বাবরি মসজিদ গুঁ'ড়িয়ে দেওয়ার মতো যে ব'র্ব'রতা চালিয়েছিল, তার প্রমাণ এখনো মুছে যায়নি। 

সেদিন এই মামলার আসামি উমা ভারতী বাবরি মসজিদ ভা'ঙার জন্য নিজেদের সাঙ্গপাঙ্গদের উদী'প্ত করতে কীভাবে একের পর এক স্লো'গান দিয়েছিল এবং বিজেপি শীর্ষ নেতা আদভানি-জোশীরা মঞ্চে বসে কীভাবে মিষ্টি বিলাচ্ছিলেন- তার প্রমাণ এখনো মু'ছে যায়নি। কিন্তু ভারতের আদালত গতকাল দীর্ঘ ২৮ বছর পর সে ঘ'টনায় করা মামলায় অ'ভিযু'ক্ত ৩২ জনকেই বে'কসুর খালাস দিয়ে বলেছে, ওই ধ্বং'সা'ত্মক ঘ'টনা ছিল 'হঠাৎ ঘটে যাওয়া' স্বতঃস্ফূর্ত জনরো'ষের ফল'।

সেই দিনের ভূমিকায় আসামিদের বি'রু'দ্ধে কোনো অ'পরা'ধ দেশটির বিচারকরা খুঁ'জে পায়নি। ভারতীয় আদালতের এমন ন'গ্ন প'ক্ষপা'তদু'ষ্ট রায়ে শা'ন্তিকা'মি বিশ্ববাসী হ'তভ'ম্ব হয়েছেন। তিনি বলেন, এই রায়ে ভারতের বিচার ব্যবস্থা ভে'ঙে পড়াই কেবল প্রমাণ করে না; বরং দেশটির বিচার বিভাগের ওপরও যে হিন্দুত্ববা'দিরা কর্তৃত্ব প্রতিষ্ঠা করে নিয়েছে সেটাও স্পষ্ট হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে