শুক্রবার, ০২ অক্টোবর, ২০২০, ০৩:১১:০৮

করোনার নমু'না সংগ্রহ পদ্ধতি যেভাবে মস্তিষ্কের ক্ষতি করে

করোনার নমু'না সংগ্রহ পদ্ধতি যেভাবে মস্তিষ্কের ক্ষতি করে

আন্তর্জাতিক ডেস্ক: করোনা পরীক্ষার জন্য নাকের ভিতর থেকে ন'মু'না সংগ্রহ করা হলে মস্তিষ্কে ই'নফে'কশনের ঝুঁ'কি থাকে। ৪০ বছর বয়সী এক মার্কিন নারীর নাক থেকে ন'মু'না সংগ্রহের পর মস্তিষ্কে এক ধরণেরর ফ্লু'ই'ড বে'র হয়েছে যা প্রাণঘা'তীও হতে পারে। জামা ওটো'লারি'ঙ্গো'লজি সাময়িকীতে প্রকা'শিত একটি গবেষণায় উঠে এসেছে এ ত'থ্য।

ওই নারীর হার্নিয়া অপা'রেশ'নের আগে করোনা পরীক্ষার জন্য নাক থেকে ন'মু'না সং'গ্রহ করা হয়। কিন্তু পরে সে খেয়াল করে যে তার নাক দিয়ে তরল পদার্থ বে'র হচ্ছে। তারপর থেকে শুরু হয়েছে তার মাথা ব্যা'থা, ব'মি ও ঘাড় ব্যা'থা। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন ওই নারীর খু'লি ফে'টে মস্তিস্কের সে'রি'ব্রাই'স্পাই'নাল ফ্লু'ইড নামের এক ধ'রণের তরল পদার্থ বে'র হচ্ছে। এর তরল পদার্থের মধ্যে মস্তিষ্ক ভে'সে থাকে। চিকিৎসা নিয়ে ওই নারী এখন সুস্থ আছেন। তিনি ই'ন্ট্রা'ক্রানি'য়াল হাই'পার'টেন'শনে 'ভুগছিলেন। ওই নারীর চিকিৎসা না করালে তার জন্য প্রাণঘা'তী হতে পারতো।

যাদের সাই'নাসে সমস্যা অথবা মাথায় অ'স্ত্রপ্র'চার করা হয়েছে তাদের জন্য নাকের ভিতর থেকে করোনার ন'মু'না সংগ্রহ না করাই ভালো বলছে গবেষণা। সূত্র: বিজনেস ইনসাইডার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে