শনিবার, ০৩ অক্টোবর, ২০২০, ১২:২২:০০

চাকরি পাওয়ার আনন্দ কেমন হতে পারে, দেখা গেল এই মেয়ের নাচের মাধ্যমে

চাকরি পাওয়ার আনন্দ কেমন হতে পারে, দেখা গেল এই মেয়ের নাচের মাধ্যমে

আন্তর্জাতিক ডেস্ক: নতুন চাকরি পাওয়ার আনন্দ কেমন হতে পারে আর তা কেমন করে উদযাপন করতে হয় সেটা দেখা গেল এই মেয়ের নাচের মাধ্যমে। চাকরি পাওয়ার পর নতুন অফিস থেকে বেরিয়েই রাস্তায় আনন্দে কিছুটা নাচেন তিনি। আর সেই নাচটি ধ'রা পড়ে গেল সিসিটিভি ক্যামেরায়। 

ইন্সটাগ্রামে ডাকারা স্পেন্স নামে এক মহিলা ওই ভিডিওটি পোস্ট করেন। পরে সেটা সোশ্যাল মিডিয়ায় রী'তিমতো ভাইরাল হয়ে যায়। 

ভিডিওর ক্যাপশনে ডাকারা স্পেন্স লিখেছেন, এই মাত্র আমি এই মেয়েকে চাকরি দিয়েছি এবং আর এটা তার প্রতিক্রি'য়া। অফিসের সিসিটিভি ক্যামেরায় ভিডিওটি ধ'রা পড়ার পর তার ন'জরে এলে তিনি ভিডিওটি ইন্সটাগ্রামে শেয়ার করেন। আর তিনি শেয়ার করবেন না কেন, এমন একটি ভিডিও যে কারও মনই ভালো করে দিতে পারে, সেখানে নতুন বসের তো বটেই।

ভিডিওতে দেখা যায় যে, ফুটপাত দিয়ে হেঁটে আসছেন এক মেয়ে, পরনে নীল লেগিন্স আর বিস্কুট রঙের জ্যাকেট। ফুটপাত থেকে নেমে, রাস্তায় যেখানে রাখা গাড়ি পার্কিং করানো থাকে সেখানে একটি ফাঁকা জায়গায় তিনি কিছুক্ষণের জন্য থামেন। ডানে বায়ে একবার দেখে নেন, আশপাশে কেউ আছেন কিনা বা তাকে কেউ দেখছেন কিনা। এবার তিনি নিজের মনের আনন্দে বেশকিছুটা নেচে নেন। তারপর যেমন স্বাভাবিকভাবে এসেছিলেন, ফে'র তেমনভাবেই হেঁটে চলে যান।

ভিডিওটি পোস্ট হওয়ার পরে সেটা রী'তিমতো সেটি ভাইরাল হয়ে যায়। এই ভিডিওটি ইতোমধ্যে ৫ লাখের ওপরে ভিউ পেয়েছে। সে সঙ্গে পড়ছেও লাইক আর কমেন্ট। ওই যুবতীর আনন্দের নাচ দেখে অনেকেই ম'জার কমেন্ট করেছেন। ভিডিও দেখতে ক্লিক করুন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে