শনিবার, ০৩ অক্টোবর, ২০২০, ১০:০২:১৯

আর্মেনিয়ার দ'খলদারিত্ব থেকে পুরোপুরি মুক্ত হওয়ার আগ পর্যন্ত ল'ড়াই অব্যাহত থাকবে: এরদোগান

আর্মেনিয়ার দ'খলদারিত্ব থেকে পুরোপুরি মুক্ত হওয়ার আগ পর্যন্ত ল'ড়াই অব্যাহত থাকবে: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজানের সেনারা আর্মেনীয় বাহিনীর বিরু'দ্ধে দারুণ অগ্রসর হয়েছে। ইতিমধ্যে তারা অনেক এলাকা দখ'লমুক্ত করতে পেরেছে। আর এই খবরটি শুনে দারুণ খুশি আর ফুরফুরে মেজাজে আছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।

শুক্রবার তুরস্কের কোনিয়া প্রদেশে একটি হাসপাতাল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তবে এই সময়ে (আর্মেনিয়া) তাদের অপ্রত্যাশিত পরিণতির দিকে যেতে পারে। আমাদের ভ্রাতৃপ্রতীম আজারবাইজান তাদের অঞ্চল রক্ষার জন্য দু'র্দান্ত অপা'রেশন শুরু করেছে। তুরস্ক আজারবাইজানের ভাইদের জন্য সব রকম উপায়ে হৃদয় উজার করে তাদের পক্ষে দাঁড়াবে।

এরদোগান বলেন, আর্মেনিয়ার দ'খলদারিত্ব থেকে পুরোপুরি মুক্ত হওয়ার আগ পর্যন্ত আজারবাইজানের কারাবাখ অঞ্চলে ল'ড়াই অব্যাহত থাকবে। তুরস্ক আজারবাইজানকে পূর্ণাঙ্গভাবে সমর্থন দেবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে