শনিবার, ০৩ অক্টোবর, ২০২০, ০৪:০৮:৩৩

অবাক কাণ্ড, ২ বছর ধরে সমুদ্রেই ভেসে ছিলেন মহিলা

অবাক কাণ্ড, ২ বছর ধরে সমুদ্রেই ভেসে ছিলেন মহিলা

আন্তর্জাতিক ডেস্ক : ২ বছর আগে নিখোঁ'জ হয়েছিলেন মহিলা, ঝাঁ'প দিয়েছিলেন জলে। এরপর বে'পা'ত্তার তালিকায় উঠে গিয়েছিল তার নাম! কিন্তু কথায় বলে না, রাখে আল্লাহ মা'রে কে? ২ বছর ধ'রে সমুদ্রেই বেঁচে ছিলেন কলম্বিয়ার বাসিন্দা ৪৬ বছর বয়সি অ্যাঞ্জেলিকা গাইতান! শনিবার মাঝসমুদ্রে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করেন এক মৎস্যজীবী।

পুয়েরতো কলোম্বিয়া থেকে ১.২ মাইল গভীরে অতলান্ত মহাসাগরে একটি রাবার টিউবের সাহায্যে ভেসে ছিলেন অ্যাঞ্জেলিকা গাইতান। যখন রোল্যান্ডো ভিসবাল নামের ওই মৎস্যজীবী তাকে উদ্ধার করেন, তখন তিনি অচৈতন্য। হাইপোথারমিয়ায় আ'ক্রা'ন্ত। স্থানীয়রা তাকে ত'ড়িঘ'ড়ি হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাকে ধীরে ধীরে সুস্থ করে তোলা হয়।

ভিসাবাল জানিয়েছেন, মাঝসমুদ্রে ভাসমান মহিলাকে দেখে প্রথমে তিনি আঁচ করতে পারেননি, ভেবেছিলেন হয়তো কোনও কাঠের টুকরো। কিন্তু খানিকটা কাছে যেতেই লক্ষ্য করেন কেউ একটা হাত নাড়ছে, ভেসে আসছে সাহায্যের আ'র্ত চিৎকার। ঝড়ের গতিতে মহিলার দিকে বোট নিয়ে এগিয়ে যান ভিসবাল। জল থেকে তাকে টেনে তোলেন নৌকায়। জল খেতে দেন। 

এরপরই কান্নায় ভেঙে পড়েন অ্যাঞ্জেলিকা। ভিসবাল বারবার তাকে তার নাম জিজ্ঞেস করতে থাকেন, কিন্তু তিনি কিছুই বলতে পারছিলেন না... কান্নায় গলা বুজে এসেছিল অ্যাঞ্জেলিকার। একটু স্বাভাবিক হলে বলেন, ''আমার দ্বিতীয় জন্ম হল। ঈশ্বর চাননি আমার মৃত্যু হোক।'' হাসপাতালে সুস্থ হওয়ার পর বোগাটায় পরিবারের হাতে তুলে দেওয়া হয় অ্যাঞ্জেলিকাকে।

কিন্তু কেন ঝাঁ'প দিয়েছিলেন অ্যাঞ্জেলিকা গাইতান? তিনি জানান, পরিবারে অশা'ন্তি লেগেই থাকত! নিত্যদিন স্বামীর অ'ত্যা'চারে ক্লান্ত হয়ে পড়েছিলেন। ২০১৮ সালে বাড়ি ছেড়ে বেরিয়ে যান। প্রায় ৬ মাস রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছিলেন। এরপর, প্রাক্তন প্রেমিকের সাহায্যে বারানকুইলায় একটি ওমেনস অফিসে আশ্রয় পা। কিন্তু একদিন তিনি জানতে পারেন প্রাক্তন প্রেমিক বারানকুইলা শহর ছেড়ে চলে গিয়েছেন, কাজেই তার সেই আশ্রয়টুকুও চলে যায়। অস'হায়, নি'রু'পায় অবস্থায় অ্যাঞ্জেলিকা ঠিক করেন, মৃত্যু ছাড়া তার বাঁচার আর কোনও উপায় নেই। সূত্র : নিউজ ১৮

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে