শনিবার, ০৩ অক্টোবর, ২০২০, ০৬:০১:৩১

প্রয়োজনে আজারবাইজানে পরমাণু অ'স্ত্র প্রয়োগ করা হবে: আর্মেনিয়া

প্রয়োজনে আজারবাইজানে পরমাণু অ'স্ত্র প্রয়োগ করা হবে: আর্মেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক : বিত'র্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলের দ'খ'লদারি নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার সীমান্ত সং'ঘ'র্ষ ক্র'ম'শ মো'ড় নিচ্ছে পুরোদস্তুর যু'দ্ধের দিকে। প্রয়োজনে পরমাণু অ'স্ত্র প্রয়োগেরও হু'মকি দিয়েছে আর্মেনিয়া। মুসলিম রাষ্ট্র আজারবাইজানের হয়ে ল'ড়তে ককেশাস পর্বতে পাক সেনাও হা'জির হয়েছে।

রবিবার রাতে আজারবাইজান সেনা নাগোরনো-কারাবাখ সং'লগ্ন আর্মেনিয়া-নিয়ন্ত্রিত অঞ্চলের দ'খ'ল নিতে অ'ভিযা'ন চালায়। তাদের প্রতিরো'ধ করে সেখানকার সংখ্যাগরিষ্ঠ আর্মেনীয় বাসিন্দাদের মিলিশিয়া বাহিনী ''আ'র্টসাক ডিফে'ন্স আর্মি''। এরপর সং'ঘ'র্ষে জড়িয়ে পড়ে আর্মেনিয়া সেনাবা'হি'নীও।

গত ছ'দিনের ল'ড়া'ইয়ে দু'পক্ষের বেশ কিছু ট্যাঙ্ক, হেলিকপ্টার ও ড্রো'ন ধ্বং'স হয়েছে। দু'পক্ষের কয়েকশো সেনার পাশাপাশি বহু অসাম'রিক নাগরিক হ'তাহ'ত হয়েছেন। আর্মেনিয়া হু'ম'কি দিয়েছে, প্রয়োজনে পরমাণু অ'স্ত্রবা'হী দূ'রপা'ল্লার রুশ ক্ষে'পণা'স্ত্র ব্যবহার করা হবে।

সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই প্রজাতন্ত্রের ল'ড়া'ইয়ে ইতিমধ্যেই জ'ড়িয়ে পড়েছে বিশ্বের বেশ কিছু দেশ। মুসলিম রাষ্ট্র আজারবাইজানকে প্রকা'শ্যে সমর্থন জানিয়েছে তুরস্ক। অন্যদিকে, খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ আর্মেনিয়ার প্রতি ঝুঁ'কে রয়েছে আমেরিকা, ফ্রান্সসহ পশ্চিমী দুনিয়া এবং রাশিয়া। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এদিন আর্মেনিয়া-আজারবাইজান দ্ব'ন্দ্বে সাম'রিক হ'স্তক্ষে'প না করার বার্তা দিয়েছেন ন্যাটো ও রাশিয়াকে।

তুরস্কের পার্লামেন্টে এক বক্তৃতায় তিনি বলেছেন, অবিলম্বে সং'ঘ'র্ষ বিরতি কার্যকর করে নাগোরনো-কারাবাখ-সহ অধি'কৃত এলাকাগুলো থেকে আর্মেনীয় সেনাকে স'রতে হবে। ৪,৪০০ বর্গকিলোমিটারের নাগোরনো-কারাবাখের অধিকার নিয়ে আর্মেনিয়া-আজাবাইজান মতবিরো'ধের সূচনা ১৯৮৮ সালে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের প'তনের পর সদ্য স্বাধীন দুই দেশের মতবিরো'ধ গড়ায় সাম'রিক সং'ঘা'তে। 

সোভিয়েত জমানায় আজারবাইজানের অন্তর্ভুক্ত এই অঞ্চলের প্রায় দেড় লাখ বাসিন্দার অধিকাংশই আর্মেনীয় খ্রিস্টান। ১৯৯৪ সালের সীমান্ত সংঘ'র্ষের পর থেকে নাগোরনো-কারাবাখ এবং আশপাশের বেশ কিছু অঞ্চল প্রত্যক্ষ বা পরো'ক্ষভাবে আর্মেনিয়ার নিয়'ন্ত্রণে। ২০১৬ সালেও ওই এলাকার দ'খ'ল নিতে অ'ভিযা'ন চালিয়ে ব্য'র্থ হয়েছিল আজারবাইজান ফৌ'জ।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহ্যাম আলিয়েভ সেপ্টেম্বরের গোড়ায় ওই এলাকা দ'খ'লমু'ক্ত করার ডাক দিয়েছিলেন। ২৭ সেপ্টেম্বর রাতে নাগোরনো-কারাবাখের রাজধানী স্টেপনাকার্টসহ কয়েকটি শহরকে নিশা'না করে অভিযান চালায় আজারবাইজানের স্থল ও বিমানবা'হি'নী। এরপর থেকেই ল'ড়া'ই ক্র'ম'শ তী'ব্র হতে শুরু করেছে।

আর্মেনিয়ার ম'দতে পুষ্ট ''আর্টসাক ডিফেন্স আর্মি'' স্বীকার করেছে, নাগোরনো-কারাবাখের কিছু অংশ দ'খ'ল করেছে আজারবাইজান সেনাবা'হি'নী। এক টেলিফোন কথো'পক'থনের সূ'ত্র ধ'রে আর্মেনিয়ার সংবাদমাধ্যমের অ'ভিযো'গ, আজারবাইজানের হয়ে ল'ড়া'ইয়ে অংশ নিচ্ছে পাকিস্তান সেনা। অডিও ক্লিপিংসে আজারবাইজানের দুই ব্যক্তিকে পাক সেনার উপস্থিতি নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে।

প্রসঙ্গত, সত্তরের দশকে পশ্চিম এশিয়ায় যু'দ্ধের সময় আরব জোটের পক্ষে প্রত্য'ক্ষভাবে ইজরায়েল বিরো'ধী যু'দ্ধে অংশ নিয়েছিল পাকিস্তান সেনাবা'হি'নী ফৌ'জ। আর্মেনিয়া সেনার অ'ভিযো'গ, আজারবাইজানের পক্ষে তুরস্ক তাদের এফ-১৬ যু'দ্ধবিমান পাঠিয়েছে। আর্মেনিয়ার অ'ভিযো'গ, তুরস্কের এফ-১৬ বিমান হা'মলায় তাদের একটি যু'দ্ধবিমান ধ্বং'স হয়েছে। আজারবাইজান সিরিয়া থেকেও ভাড়াটে সেনা এনেছে বলেও অ'ভিযো'গ। 

অন্যদিকে, আর্মেনিয়ার সমর্থনে রুশ সেনার আগমনের খবর মিলেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্ররঁ অবিল'ম্বে সং'ঘ'র্ষ বিরতির বার্তা দিয়েছেন দু'দেশকে। এদিন পুতিন রুশ সেনা কর্মকর্তা ও নিরা'পত্তা বিশেষজ্ঞদের সঙ্গে নাগোরনো-কারাবাখ পরি'স্থিতি নিয়ে আলোচনা করেছেন। জুতসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসও চলতি সপ্তাহে সং'ঘ'র্ষ বিরতির আবেদন জানিয়েছেন আর্মেনিয়া ও আজারবাইজানের কাছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে