শনিবার, ০৩ অক্টোবর, ২০২০, ০৬:১২:১৩

সেনায় যোগ দিতে আর্মেনিয় নারীদের ভিড়

সেনায় যোগ দিতে আর্মেনিয় নারীদের ভিড়

আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজান বি'রু'দ্ধে নাগোরনো-কারাবাখ নিয়ে সং'ঘ'র্ষ চলছে আর্মেনিয়ার। হা'র মানতে রা'জি নয় কোনও পক্ষই। এমন পরি'স্থিতিতে যু'দ্ধ ভ'য়াব'হতার তিকে যাওয়ার আ'শ'ঙ্কা তৈরি হয়েছে। এমন দু'র্দিনে পিছিয়ে নেই আর্মেনিয়ার নারীরাও, দেশের হয়ে যু'দ্ধের জন্য সেনাবা'হি'নীতে দলে দলে যোগ দিচ্ছে আর্মেনিয় নারীরা।

জানা গেছে, সেনাবা'হি'নীতে যোগ দিতে বৃহস্পতিবার কয়েক ডজন নারী সেনাবাহিনীর একটি রি'ক্রু'টমে'ন্ট সেন্টারে হাজির হন। রাজধানী ইয়েরেভানে ওই রিক্রুট সেন্টারে কয়েকজন নারীর সাক্ষাৎকার নেয় স্থানীয় গণমাধ্যম। ওই নারীরা সেনাবা'হি'নীতে যোগ দিতে সেন্টারটিতে হা'জির হয়েছিলেন।

পুলিশের একজন লে. কর্নেল হারুতউন হাকোবইয়ান বলেছেন, ''ইতোমধ্যেই ৯৮ জন নারীকে ফ্র'ন্টলাইনে পাঠানো হয়েছে। ফ্রন্টলা'ইনে যেতে আরও অনেক নারী আবেদন করছে। আরও প্রায় ৪০০ নারীকে মোতায়েন করা হবে। সূত্র : কাজেট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে