শনিবার, ০৩ অক্টোবর, ২০২০, ০৬:৪৮:৫৯

বিশ্বময় সংঘা'ত ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে আর্মেনিয়া : আজারবাইজান

বিশ্বময় সংঘা'ত ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে আর্মেনিয়া : আজারবাইজান

আন্তর্জাতিক ডেস্ক : মু'হুর্মু'হু গো'লাব'র্ষ'ণ, রকেট ও বিমান হা'মলায় একটু পরপরই কেঁ'পে উঠছে দক্ষিণাঞ্চলীয় ককেসাসের নাগরনো-কারাবাখ অঞ্চল। দী'র্ঘদিন ধ'রে আর্মেনিয়া সম'র্থিত আদিবাসী ও আজারবাইজানের মধ্যে অঞ্চলটিতে আ'ধিপ'ত্য বি'স্তা'র নিয়ে বিরো'ধ থাকলেও গত সপ্তাহ থেকে মু'খোমু'খি সশ'স্ত্র যু'দ্ধে জড়িয়ে পড়ে দেশ দুটি।

আজারবাইজানের ড্রো'ন, বিমানের পাশাপাশি শুক্রবারও দেশটির হেলিকপ্টার ভূ'পা'তিত করার দাবি করেছে আর্মেনিয়া। অপরদিকে আর্মেনিয়া বা'হি'নীর নিয়ন্ত্রণে থাকা তারতার ও ফিজুলি অঞ্চলের বিভিন্ন সাম'রিক স্থাপনায় হা'মলার দাবি করেছে আজারবাইজানের প্রতির'ক্ষা দফতর।

আজারবাইজানের প্রেসিডেন্টের উপদেষ্টা হিকমত হাজিয়েভ বলেন, আজারবাইজানের বেসা'মরিক নাগরিক ও তাদের স্থাপনায় হা'মলার জন্য আর্মেনিয়া সরাসরি দা'য়ী। আন্তর্জাতিক মানবা'ধিকার আইন ও জেনেভা কনভে'নশনের তোয়া'ক্কা না করে তারা রাজনৈতিক ও সাম'রিক হ'স্তক্ষে'পের মাধ্যমে বিশ্বময় এ সং'ঘা'ত ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে।

দুই দেশের সেনাসদস্যের পাশাপাশি বেসামরিক নাগরিকরাও যু'দ্ধের ভ'য়াব'হতার শি'কার হচ্ছেন। বিত'র্কিত অঞ্চলটিতে গো'লাব'র্ষণের শি'কার হয় একটি বেসা'মরিক যা'ত্রীবা'হী বাস। বাসে থাকা রাশিয়া, আর্মেনিয়ার সাংবাদিকের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন নাগরিক আহ'ত হয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যম। আজারবাইজানের পক্ষ থেকে যু'দ্ধবি'রতির প্রস্তাব না'কচ করে দেয়া হলেও নতুন করে আবারও যু'দ্ধবি'রতির আগ্রহ দেখিয়েছে আর্মেনিয়া।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তুরস্কের বি'রু'দ্ধে যু'দ্ধে উস'কানি দেয়ার অ'ভিযো'গ করলেও আবারও আজারবাইজানকে ভ্রাতৃপ্রতিম দেশ আখ্যা দিয়ে দেশটিতে সব ধ'রনের সহায়তার ঘোষণা দিয়ে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, আমাদের ভাতৃপ্রতীম দেশ আজারবাইজান তাদের নিজেদের অঞ্চল র'ক্ষায় ব'ড়স'র অ'ভিযা'ন চালিয়ে যাচ্ছে। 

বেশ সফলতার সঙ্গে তারা সামনে অ'গ্রস'র হচ্ছে। আমাদের সব শ'ক্তি ও মনপ্রাণ দিয়ে তাদের সাহায্য করে যাব।'' প্রকা'শ্যেই আজারবাইজানকে সব ধ'রনের সহায়তার ঘোষণা দিলেও নিজেদের সেনা ও অ'স্ত্রসর'ঞ্জাম দিতে অ'স্বী'কৃতি জানিয়েছে তুরস্ক। অন্যদিকে প্রয়োজনে পরমাণু অ'স্ত্র প্রয়োগেরও হু'মকি দিয়েছে আর্মেনিয়া। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে