শনিবার, ০৩ অক্টোবর, ২০২০, ০৯:২৭:৪৮

আর্মেনিয়ার অধর্শতাধিক যো'দ্ধা নিহ'ত, নতুন এলাকা দ'খলে নিলো আজারবাইজান!

আর্মেনিয়ার অধর্শতাধিক যো'দ্ধা নিহ'ত, নতুন এলাকা দ'খলে নিলো আজারবাইজান!

আন্তর্জাতিক ডেস্ক : চ'র'ম বিরো'ধপূর্ণ কারাবাখ অঞ্চলে আজারবাইজান- আর্মেনিয়া যু'দ্ধে আর্মেনিয়া সমর্থিত অধর্শতা'ধিক বি'চ্ছি'ন্নতাবা'দী যো'দ্ধা নিহ'ত হয়েছেন। শনিবার বিরো'ধপূর্ণ কারাবাখ অঞ্চলে সপ্তম দিনের যু'দ্ধে এ ঘ'টনা ঘ'টে।

খবরে বলা হয়, আর্মেনীয় সরকার নিহ'ত যো'দ্ধাদের তালিকা সরকারি ওয়েবসাইটে প্রকা'শ করা হয়েছে। ফরাসি সংবামাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোর জানায়, আজারবাইজান সেনাদের ভ'য়াব'হ আ'ক্র'মণের মুখে আর্মেনিয়া সমর্থিত বিচ্ছি'ন্নতাবা'দী যো'দ্ধাদের ওই এলাকা থেকে প্র'ত্যা'হার করা হয়েছে।

কারাবাখ বিচ্ছি'ন্নতাবা'দী নেতা আরাইক হারুথাইউনইয়ান বলেন, আজারবাইজানের সেনারা চূড়ান্ত যু'দ্ধ শুরু করেছে। আমাদের জাতিসত্ত্বা ও মাতৃভূমি এখন হু'ম'কির মুখে। শ'ক্তিশা'লী কোনো সাম'রিক শ'ক্তির হ'স্তক্ষে'প এখন সময়ের দাবি। কারাবাখ সেনাবা'হি'নীর মুখপাত্র সুরেন সারুমইয়ান বলেন, আজারবাইজানের বিমান, ড্রো'ন ও ট্যাংকের সামনে ''বীর'ত্বপূ'র্ণ প্রতিরো'ধ'' গড়েছে যো'দ্ধারা।

এদিকে আজারবাইজানের প্রতির'ক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ''কারাবাখের নতুন এলাকা দ'খ'ল নিয়েছে আজারবাইজানের স্থলবা'হি'নী, ওই এলাকা শ'ত্রুবা'হি'নী থেকে মু'ক্ত করা হয়েছে। ল'ড়া'ইয়ে প্রায় ২০০ মানুষ নিহ'ত হয়েছেন। নিহ'তদের মধ্যে ৩০ জনেরও বেশি বেসামরিক নাগরিক রয়েছেন। সূত্র : এএফপি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে