শনিবার, ০৩ অক্টোবর, ২০২০, ০৯:৩৭:৩৪

বঙ্গোপসাগরে দুই দেশের যৌথ নৌ ম'হড়া

বঙ্গোপসাগরে দুই দেশের যৌথ নৌ ম'হড়া

আন্তর্জাতিক ডেস্ক : বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় দুই দেশের নৌবা'হি'নীর জাহাজ ও এমপিএ-এর (মে'রিটা'ইম পেট্রোল এয়া'রক্রা'ফ্ট) অংশগ্রহণে শুরু হয়েছে যৌথ টহল 'কো অর্ডিনেটেড প্যাট্রোল (সিওআরপিএটি)' ও দ্বিপাক্ষিক মহ'ড়া 'বঙ্গসাগর'। শনিবার আন্তঃবা'হি'নী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ ত'থ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হওয়া এই যৌ'থ টহল ও মহ'ড়া ৩ অক্টোবর শুরু হয়ে আগামী ৫ অক্টোবর পর্যন্ত চলবে। যৌথ টহল ও ম'হড়ায় বাংলাদেশ নৌবা'হি'নীর দুটি যু'দ্ধজাহাজ বানৌজা প্রত্যয়, বানৌজা আবু বকর ও ১টি এমপিএ এবং ভারতীয় নৌবা'হি'নীর যুদ্ধজাহাজ আইএনএস কিলতান ও আইএনএস খুকরি এবং ১টি এমপিএ অংশ নেবে।

এর আগে যৌথ টহল ও মহড়ায় অংশ নেয়ার উদ্দেশ্যে নৌবা'হি'নী যু'দ্ধজাহাজ বানৌজা প্রত্যয় ও বানৌজা আবু বকর শুক্রবার মংলা নৌজেটি ত্যা'গ করে। আইএসপিআর জানায়, সমুদ্র এলাকায় অ'বৈ'ধভাবে মৎস্য আহরণ, চো'রাচালান, মানব পা'চার, জলদ'স্যুতা এবং মা'দক পা'চারসহ বিভিন্ন অ'পরা'ধমূলক কর্মকা'ণ্ড নির'সনের লক্ষ্যে এ যৌ'থ টহল ও মহ'ড়া পরিচালিত হবে।

দুই দেশের এই যৌ'থ টহল ও মহ'ড়া বঙ্গোপসাগরে নিজ নিজ জলসীমায় সমুদ্র বিষয়ক অ'পরা'ধ সম্পর্কিত ত'থ্য আদান-প্রদান, ত'থ্যাদির সঠিক ব্যবস্থাপনা, সমুদ্রপথে অ'বৈ'ধ কার্যক্রম পরিচালনাকারী জাহাজসমূহ চি'হ্নি'তকরণ ও বিভিন্ন অ'পরা'ধ নির'সনকল্পে গু'রুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে