শনিবার, ০৩ অক্টোবর, ২০২০, ১০:০৩:২৭

নাগরনো-কারাবাখ যু'দ্ধ নিয়ে ইরানের ক'ঠো'র হুঁ'শিয়া'রি

নাগরনো-কারাবাখ যু'দ্ধ নিয়ে ইরানের ক'ঠো'র হুঁ'শিয়া'রি

আন্তর্জাতিক ডেস্ক : নাগরনো-কারাবাখ নিয়ে সং'ঘ'র্ষরত আর্মেনিয়া ও আজারবাইজানকে ক'ঠো'র হুঁশি'য়ারি দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ আজ (শনিবার) বলেছেন, ইরানের সীমানায় কোনো পক্ষের আ'ঘা'তই স'হ্য করা হবে না।

তিনি আরও বলেন, ইরানের সীমান্ত অঞ্চলে সব ধ'রণের তৎ'পরতা স্প'র্শকা'তরতার সঙ্গে খুবই ভালোভাবে পর্যবে'ক্ষণ করা হচ্ছে। ইরানের সীমানা ল'ঙ্ঘনের বিষয়ে উভয় পক্ষকেই আমরা ক'ঠো'রভাবে সত'র্ক করে দিচ্ছি। তাদেরকে এ বিষয়ে প্রয়োজনীয় স'ত'র্কতা অবলম্বন করতে হবে।

সম্প্রতি আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সং'ঘ'র্ষ শুরু হওয়ার পর ইরানের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে রকে'ট ও ক্ষে'পণা'স্ত্র এসে পড়েছে। এর ফলে ইরানের এক শিশু আহ'ত হয়েছে। দু'টি দেশের সঙ্গেই ইরানের স্থলসীমা রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজারবাইজানের ভৌগোলিক অখ'ণ্ডতার প্রতি সম্মান দেখানোরও আহ্বান জানিয়েছেন। 

একইসঙ্গে তিনি বেসামরিক মানুষের নিরা'পত্তা নি'শ্চি'তকরণ, সং'ঘা'তের অব'সান এবং সংলাপের ওপর গু'রুত্ব দেন। খাতিবজাদেহ বলেন, 'এসব লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতা করতে ইরান প্রস্তুত রয়েছে।' দক্ষিণ ককেশাস অঞ্চলের বিরো'ধপূর্ণ নগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে কয়েক দশক ধ'রে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে দ্ব'ন্দ্ব-সংঘা'ত চলে আসছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে