রবিবার, ০৪ অক্টোবর, ২০২০, ১২:১১:৪৩

পাকিস্তান কি সত্যিই আজারবাইজানে সেনা পাঠিয়েছে?

পাকিস্তান কি সত্যিই আজারবাইজানে সেনা পাঠিয়েছে?

আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজানের পক্ষে সেনা পাঠানোর খবর প্র'ত্যা'খ্যা'ন করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেছেন, ''আজারবাইজানে কোনো সেনা পাঠানো হয়নি এবং সেনা পাঠানোর কোনো প'রিক'ল্পনাও ইসলামাবাদের নেই।''

তিনি বলেন, ''আঞ্চলিক উত্তে'জনা বাড়াতে এ ধ'রণের ভি'ত্তিহী'ন খবর ছড়ানো হয়েছে। সম্প্রতি তিনি আজারবাইজানের পক্ষে বক্তব্য দিলেও সেখানে পাক সেনা পাঠানোর গু'জ'বে বি'স্ম'য় প্র'কা'শ করেন। কয়েক দিন আগে পাকিস্তানের এই মুখপাত্র বলেছেন, আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চলমান উত্তে'জনায় তার দেশ আজারি মুসলমানদের পক্ষে রয়েছে।

জাহিদ হাফিজ চৌধুরী আরও বলেছেন, ''আজারবাইজান-আর্মেনিয়া পরি'স্থিতির বিষয়ে তারা এখনও উ'দ্বি'গ্ন। তিনি হা'ম'লা ব'ন্ধ করে আলোচনার মাধ্যমে সম'স্যা সমা'ধানের জন্য আর্মেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। দক্ষিণ ককেশাস অঞ্চলের বি'রো'ধপূর্ণ নগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে কয়েক দশক ধ'রে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে দ্ব'ন্দ্ব-সং'ঘা'ত চলে আসছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে