রবিবার, ০৪ অক্টোবর, ২০২০, ১২:৩৩:০৬

মধ্যপ্রাচ্য থেকে নগরনো-কারাবাখে সন্ত্রা'সী পাঠিয়েছে তুরস্ক: আর্মেনিয়ার প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্য থেকে নগরনো-কারাবাখে সন্ত্রা'সী পাঠিয়েছে তুরস্ক: আর্মেনিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : নগরনো-কারাবাখে যু'দ্ধবিরতির জন্য নয়া শ'র্ত দিয়েছে আর্মেনিয়া। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান আজ (শনিবার) বলেছেন, যু'দ্ধবিরতির আগে দক্ষিণ ককেশাস অঞ্চল থেকে তুরস্ককে সরে যেতে হবে। কানাডার দৈনিক 'গ্লোব অ্যান্ড মেইল'-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বলেন, "তুরস্কের সহযোগিতায় মধ্যপ্রাচ্য থেকে স'ন্ত্রা'সীরা এই অঞ্চলে ঢু'কেছে এবং আজারবাইজানের সেনাবা'হি'নীর পক্ষে যু'দ্ধ করছে।" তার দাবি, আর্মেনিয়ার সেনাবা'হি'নীকে আজারি বাহিনীর পাশাপাশি স'ন্ত্রা'সী বা'হি'নীকেও মো'কাবেলা করতে হচ্ছে।

এর আগে গতকাল তিনি তুরস্কের বি'রু'দ্ধে হ'স্তক্ষে'পের দাবি করে বলেন, নিরা'পত্তা বিষয়ক 'মিনসক' গ্রুপ থেকে তুরস্ককে বহি'ষ্কার করতে হবে। আর্মেনিয়া বলছে, আজারবাইজানকে সব ধ'রণের সহযোগিতা দিচ্ছে তুরস্ক। তবে আজারবাইজান বলছে তারা কারও সহযোগিতা নিয়ে ল'ড়া'ই করছে না।

নগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে সং'ঘা'ত শুরুর পর তুরস্ক সরাসরি আজারবাইজানের প্রতি সমর্থন ঘোষণা করেছে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, কারাবাখ অঞ্চল থেকে আর্মেনীয় সেনা প্র'ত্যা'হার না হলে যু'দ্ধবিরতি সম্ভব হবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে