রবিবার, ০৪ অক্টোবর, ২০২০, ১০:৪২:১৭

ইসলাম নিয়ে বিরুপ মন্তব্য করায় তী'ব্র সমালোচনার মুখে ফ্রান্সের প্রেসিডেন্ট

 ইসলাম নিয়ে বিরুপ মন্তব্য করায় তী'ব্র সমালোচনার মুখে ফ্রান্সের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সর্বত্র ইসলামের সংক'ট নিয়ে কথা বলায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরন। গতকাল শুক্রবার (২ অক্টোবর) ‘ইসলামপন্থী উ'গ্রবাদ’ প্রতিরো'ধ ও ফ্রান্সের ‘ধর্মনিরপেক্ষ’ মূল্যবোধ রক্ষার পরিকল্পনা উদ্বোধনকালে একথা বলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন। তিনি বলেন, ‘ইসলাম এমন একটি ধর্ম, যা বিশ্বের সব জায়গায় সংক'টের মধ্যে আছে। কেবল আমরা আমাদের দেশে দেখছি এমনটি নয়।’

ইসলাম ও মুসলিমদের কার্যক্রম সম্পর্কে ম্যাকরনের বক্তব্যের নি'ন্দা জানান বিশ্বের মুসলিম স্কলাররা। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারের সেক্রেটারি জেনারেল ড. আলি মহিউদ্দিন কারাহ দাগি প্রতিবাদ জানিয়ে এক টুইট বার্তা লিখেন। তাতে তিনি বলেন, ‘ইসলাম কোনো সংক'টে নেই। বরং নিজেদের তৈরি করা উ'স্কানিমূলক কার্টুনের পাপ ইসলাম বহন করে না। ইসলাম আল্লাহর প্রণিত একটি বাস্তবভিত্তিক ধর্ম। সব সমস্যা-সংকটের সমাধান ইসলামে আছে। কারো মনোভাব অনুসরণ করে ইসলাম চলে না। বরং মানবতার নিশ্চিত করে বিবেক ও প্রমাণের ভিত্তিতে ইসলাম সব কাজ পরিচালনা করে।’

আলি মহিউদ্দিন আরো বলেন, ‘আমাদের ধর্ম নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না। আমাদের ধর্ম কোনো সময় কোনো শাসনের ওপর নির্ভরশীল ছিল না। ইসলাম কোনো মানবধর্ম নয় যে আমরা এর ক্ষয়-ক্ষতির আ'শংকায় থাকব। অন্যদের ষ'ড়য'ন্ত্রের পরও ইসলাম টিকে থাকবে। বরং আমরা বলব, ইসলাম আগামীতে টিকে থাকবে। বরং যারা নিজেদের শ'ত্রু তৈরি করে তাদের ওপর আশং'কা হচ্ছে। যারা ধর্মীয় যু'দ্ধ ও বি'বাদ-সংঘা'তে লি'প্ত তাদের ওপর ভ'য় হয়, যাঁরা এখনও মধ্যযুগে আছেন, অথচ আমরা একবিংশ শতাব্দিতে।'

ফরাসি শিক্ষাবিদ রিম সারাহ আলুন এক টুইট বার্তায় লিখেন, ‘প্রেসিডেন্ট ম্যাকরন বললেন যে ইসলাম বিশ্বের সব জায়গায় সংক'টে আছে।’ আমি কি বলব বুঝতে পারছি না। তার বক্তব্য এতটাই নি'র্বোধের মতো যে এর কোনো বিশ্লেষনে প্রয়োজন নেই (একথার জন্য আমি ‍দুঃখিত)। তবে আমি যে বিষয়ে উদ্বি'গ্ন তা গোপন করব না। এখানে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্বের কোনো কথাই উল্লেখ নেই। অথচ আমরাই ক্রাইস্টচার্চের ভ'য়াব'হ হ'ত্যাকা'ণ্ডে ব্যবহৃত শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্বের তত্ত্ব রপ্তানি করে যথাস্থানে ব্যবহার করি।’ সূত্র : আলজাজিরা ও আনাদোলু এজেন্সি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে