রবিবার, ০৪ অক্টোবর, ২০২০, ০৮:৪০:৫১

আজারবাইজানের গুরুত্বপূর্ণ শহরে আর্মেনিয়ার ভ'য়াব'হ হা'মলা

আজারবাইজানের গুরুত্বপূর্ণ শহরে আর্মেনিয়ার ভ'য়াব'হ হা'মলা

আন্তর্জাতিক ডেস্ক : বি'ত'র্কিত নাগোরানো-কারাবাখ অঞ্চল নিয়ে দুই প্রতিবেশী দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে গত সপ্তাহ থেকে সং'ঘা'ত চলে আসছে। বিবিসির খবরে বলা হয়েছে, আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গানজাতে গো'লা ছুড়েছে আর্মেনিয়া।

নাগোরনো-কারাবাখ আজারবাইজানের হলেও সেখানে জাতিগত আর্মেনিয়া গো'ষ্ঠী বসবাস করে আসছে। মূলত তাদের হয়ে যু'দ্ধে জড়িয়েছে আর্মেনিয়া। সেখানকার স্ব-ঘোষিত কর্তৃপক্ষ বলছে, আজারবাইজানের সেনাবা'হি'নী এই অঞ্চলের রাজধানী স্টেপানাকার্টে গুলি করার পরে তারা গানজার সামরিক বিমানব'ন্দরে গো'লা ছুড়েছে।

তুরস্কের সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, আর্মেনিয়া হা'মলায় এক বেসামরিক নাগরিক নিহ'ত ও চারজন আহ'ত হয়েছেন। আজারবাইজান এই হা'মলার প্র'তিশো'ধ হিসেবে আর্মেনিয়ার সা'মরিক ঘাঁ'টিগুলোর ওপর হা'মলা চালানোর ঘোষণা দিয়েছে। আর্মেনিয়া অবশ্য আজারবাইজানের ওপর সরাসরি হা'মলার অ'ভিযো'গ অ'স্বী'কার করেছে।

আর্মেনিয়ার রকেট হা'মলায় আজারবাইজানের দ্বিতীয় শহর গানজায় এক বেসামরিক নাগরিক নিহ'ত হওয়ার ঘ'টনায় পা'ল্টা প্রতিশো'ধ নেয়ার ঘোষণা দিয়েছেন আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। আর্মেনিয়ার অভ্য'ন্তরে যেসব শহর থেকে হা'মলা চালানো হয়েছে সেসব এলাকা ধ্বং'স করার কথা জানিয়েছেন তিনি।

রোববার আজারি প্রেসিড্টে বলেন, আর্মেনিয়ার সামরিক ল'ক্ষ্যব'স্তু ধ্বং'স করবে আজারবাইজান, যেখান থেকে আজারি শহরে আর্মেনিয়া হা'মলা চালিয়েছিল। বি'ত'র্কিত অঞ্চল নাগোরনো-কারাবাখ নিয়ে গত সপ্তাহে বি'রো'ধে জড়ায় দুই প্রতিবেশী দেশ আর্মেনিয়া ও আজারবাইজান। বাকু দাবি করে, আজারবাইজানের বেসামরিক অঞ্চল ও সাম'রিক ঘাঁ'টিতে হা'মলা চালায় আর্মেনিয়া। ফলে দুই দেশের মধ্যে হা'মলা ও পা'ল্টা হা'মলার সূচনা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে