রবিবার, ০৪ অক্টোবর, ২০২০, ১১:৪৫:০৬

আর্মেনিয়ার দ'খল থেকে আরেক শহর মুক্ত করল আজারবাইজান সেনাবাহিনী

আর্মেনিয়ার দ'খল থেকে আরেক শহর মুক্ত করল আজারবাইজান সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : আর্মেনিয়ার দ'খল থেকে আরেক শহর মুক্ত করেছে আজারবাইজানের সেনাবাহিনী। রোববার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর ইয়েনি শাফাক। আজারবাইজানের বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বলা হয়, বায়ুক মারকানলি, ম্যারালিয়ান ও শেবি গ্রামগুলোর পর আজারবাইজানের সেনাবাহিনী দ'খলকৃত জাবরাইল শহর মুক্ত করেছে। যা কারবাখের সংক'টপূর্ণ গুরুত্বপূর্ণ অঞ্চল।

এর আগে বিতর্কিত কারাবাখের মাদাগিজ শহর দ'খল করে পতাকা উত্তোলন করেছে আজারবাইজানের সেনাবাহিনী। ওই শহরটি এক সময় আর্মেনিয়া দ'খল করে নিয়েছিল। শনিবার এক ঘোষণায় আর্মেনিয়ার প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ কথা জানান।

এক টুইট বার্তায় তিনি লেখেন, আজ (শনিবার) আজারবাইজানের সেনাবাহিনী মাদাগিজে আমাদের পতাকা উ'ত্তোলন করেছে। মাদাগিজ আমাদের। কারাবাখ আজারবাইজানের। আলিয়েভ আরও যোগ করেন, শনিবার পুনরায় শহরটির ঐতিহাসিক নাম সুগোভুশান রাখা হয়েছে।

এদিকে আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তর শহর গানজায় রয়েক হা'মলা চালিয়েছে আর্মেনিয়া। এতে এক বেসামরিক ব্যক্তি নিহ'ত ও চারজন আহ'ত হয়েছেন। তবে এ হা'মলার দায় অস্বী'কার করেছে আর্মেনিয়া।

আর্মেনিয়ার র'কেট হাম'লার পর পা'ল্টা প্র'তিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। আর্মেনিয়ার অভ্যন্তরে যেসব শহর থেকে হা'মলা চা'লানো হয়েছে সেসব এলাকা ধ্বং'স করার কথা জানিয়েছেন তিনি। রোববার আজারি প্রেসিড্টে বলেন, আর্মেনিয়ার সামরিক লক্ষ্যবস্তু ধ্বং'স করবে আজারবাইজান, যেখান থেকে আজারি শহরে আর্মেনিয়া হা'মলা চালিয়েছিল।

বিতর্কিত অঞ্চল নাগোরনো-কারাবাখ নিয়ে গত সপ্তাহে বি'রোধে জড়ায় দুই প্রতিবেশী দেশ আর্মেনিয়া ও আজারবাইজান। বাকু দাবি করে, আজারবাইজানের বেসামরিক অঞ্চল ও সামরিক ঘাঁ'টিতে হা'মলা চালায় আর্মেনিয়া। ফলে দুই দেশের মধ্যে হা'মলা ও পা'ল্টা হা'মলার সূচনা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে