রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ১০:২৯:২১

পুতিনকে নিয়ে যে স্বপ্ন পূরণ হয়নি গাদ্দাফির

পুতিনকে নিয়ে যে স্বপ্ন পূরণ হয়নি গাদ্দাফির

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে চেয়েছিলেন লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি। কিন্তু সেই স্বপ্নের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন পুতিন। প্রস্তাবটি হলো তার মেয়ের সাথে গাদ্দাফি তার ছেলের বিয়ে দিতে চেয়েছিলেন বলে গাদ্দাফির সাবেক এক উপদেষ্টা দাবি করেছেন। মোহাম্মেদ আবদেল মোতালেব আল-হওনি আল-আরাবিয়াকে বলেন, গাদ্দাফি লিবিয়া ও রাশিয়ার মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে তার দ্বিতীয় ছেলে ও সম্ভাব্য উত্তরসূরী সাইফ আল-ইসলাম গাদ্দাফির সঙ্গে পুতিনের এক মেয়ের বিয়ের প্রস্তাব দেন। তিনি আরও বলেন, গাদ্দাফি এবিষয়ে পুতিনের সঙ্গে আলাপ করেন; ছেলেকে তার ভবিষ্যৎ জামাতা হিসেবে প্রস্তাব করেন। কিন্তু রুশ প্রেসিডেন্ট মুখ ফিরিয়ে নিয়ে বলেন, তার মেয়ে সাইফ আল-ইসলামকে চেনে না। ২০১১ সালে ক্ষমতাচ্যুত হয়ে ন্যাটো জোটসমর্থিত অভ্যুত্থানে নিহত হন গাদ্দাফি। গত বছরের জুলাইতে ত্রিপোলীর আদালত সাইফ আল-ইসলামকে মৃত্যুদণ্ড দেয়, মানবাধিকার গোষ্ঠীগুলো যার সমালোচনায় সোচ্চার। ২০১১ সালের অভ্যুত্থানের পর পরই লিবিয়া ছেড়ে পালানোর সময় আটক হন সাইফ। এর পর থেকে তিনি লিবিয়ার পার্বত্য শহর জিনতানে বিদ্রোহী মিলিশিয়াদের হাতে বন্দি রয়েছেন। ০৩ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে