সোমবার, ০৫ অক্টোবর, ২০২০, ০৯:৪১:০৬

ইমরান খানের নেতৃত্বে ভুল পথে এগোচ্ছে পাকিস্তান : সমীক্ষায় বলছে ৮০ শতাংশ পাকিস্তানি

ইমরান খানের নেতৃত্বে ভুল পথে এগোচ্ছে পাকিস্তান : সমীক্ষায় বলছে ৮০ শতাংশ পাকিস্তানি

আন্তর্জাতিক ডেস্ক : দেশের মানুষের উন্নয়নের দিকে ন'জ'র না দিয়ে প্রতিবেশী দেশে অশা'ন্তি তৈরির চেষ্টা করে পাকিস্তান। এর জন নিজেদের দেশে বিভিন্ন জ'ঙ্গিগো'ষ্ঠীকে আশ্রয় দিয়েছে তারা। একদিকে জম্মু ও কাশ্মীরে জ'ঙ্গি অ'নুপ্রবে'শের চেষ্টা করে অন্যদিকে আবার আজারবাইজান ও আর্মেনিয়ার যু'দ্ধে নিজেদের সেনা পাঠায়। 

ইমরানের প্রশাসনের এই সব সিদ্ধান্তের বি'রু'দ্ধে এবার ক্র'ম'শ অস'ন্তো'ষ তৈরি হচ্ছে পাকিস্তান -এর সাধারণ মানুষের মনে। সম্প্রতি বিশ্বের তৃতীয় বৃহত্তম মার্কেট রিসার্চ কোম্পানির একটি সমী'ক্ষায় এমনই চা'ঞ্চ'ল্যকর ত'থ্য সামনে এসেছে। ফ্রান্সের ওই কোম্পানিটি পাকিস্তানের বিভিন্ন গ্রাম ও মফস্বল এলাকায় গত সেপ্টেম্বর মাসে ওই সমী'ক্ষা চালিয়েছে। 

১৮ বছরের উর্দ্ধে থাকা ৫০০ জন পুরুষ ও ৫০০ জন মহিলা, মোট হাজার জনের সঙ্গে কথা বলে তারা বুঝতে পেরেছে যে পাকিস্তানের ৮০ শতাংশ মানুষ বর্তমান সরকারের কাজে স'ন্তু'ষ্ট নয়। তারা মনে করেন, ২০১৯ সালের পর থেকেই ভুল পথে হাঁটছে দেশ। চার জন পাকিস্তানির মধ্যে তিন জনের ধা'রণা দেশে যা চলছে তা ঠিক হচ্ছে না। পাঁচ জনের মধ্যে চার জন মনে করেন, ক্রমশ বেহাল হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা। 

আর এর জন্য ইমরান খান -এর সরকারই দা'য়ী। প্রতি পাঁচ জনের মধ্যে দু'জন পাকিস্তানি মনে করেন, দেশের মুদ্রা'স্ফী'তি, দা'রি'দ্রতা ও বেকারত্বের পরিমাণ যেভাবে বাড়ছে তা সরকারের ভু'ল নীতির ফল। এমনকী তাদের অর্থনৈতিক অবস্থা খা'রা'প হওয়ার জন্য সরকারই দা'য়ী। ওই সমী'ক্ষায় আরও উঠে এসেছে, পাকিস্তান অধি'কৃত পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া এলাকায় দু'র্নী'তিই সবচেয়ে বড় স'ম'স্যা। 

আর সিন্ধুপ্রদেশের মানুষের অস'ন্তো'ষ লোডশেডিংয়ের বাড়বাড়'ন্ত নিয়ে। এর পাশাপা সেখানে যেভাবে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে সাধারণ মানুষের পক্ষে জীবনধারণ করা অস'ম্ভ'ব হয়ে পড়ছে। বেকা'রত্ব ও দারি'দ্রতা হু হু করে বাড়ছে। পরি'স্থিতি এমন জায়গা গিয়েছে যে পাকিস্তানের প্রতি ১০ জন নাগরিকের মধ্যে একজন আগামী ৬ মাসের মধ্যে চাকরি হা'রাতে পারেন বলেও আশ'ঙ্কা করছেন। সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে