মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২০, ০৬:৩৫:৫৩

জনতার নিয়ন্ত্রণে কিরঘিজস্তানের সংসদ ভবন, প্রেসিডেন্টের অফিসও জনতার দখলে

জনতার নিয়ন্ত্রণে কিরঘিজস্তানের সংসদ ভবন, প্রেসিডেন্টের অফিসও জনতার দখলে

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য এশিয়ার কিরঘিজস্তানে ভোটে কা'রচু'পির অ'ভিযো'গে সাধারণ জনতার বি'ক্ষো'ভ শুরু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, পুলিশের সঙ্গে সং'ঘ'র্ষের পর দেশটির সংসদ ভবন দখল নিয়েছে বি'ক্ষো'ভকারীরা। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বি'ক্ষো'ভকারীদের ঠে'কাতে পার্লামেন্টের সামনে পুলিশ মোতায়েন ছিল। 

তবে হাজার হাজার বি'ক্ষো'ভকারীর সঙ্গে পুলিশের সং'ঘ'র্ষ খুব বেশি সময় স্থায়ী হয়নি। পরে প্রতিবা'দকারীরা ঢু'কে পড়েন পার্লামেন্ট ভবনে। প্রেসিডেন্টের অফিসও জনতার দ'খলে। রেডিও ফ্রি ইউরোপ বেশ কয়েকটি ছবি টুইট করেছে। সেখানে দেখা যাচ্ছে, রাজধানী বিশকেকে প্রেসিডেন্টের অফিসে ঢুকে পড়েছেন বি'ক্ষো'ভকারীরা। তারা সেখানে প্রেসিডেন্টের অফিসে বসে ছবিও তুলেছেন।

বি'ক্ষো'ভকারীরা ন্যাশ'নাল সি'কিউ'রি'টি কমিটির বাড়িতে একটি কারাগার থেকে সাবেক প্রেসিডেন্ট অ্যালমাজবেক অ্যাটামবেয়িভকেও মু'ক্ত করে দিয়েছেন। কোনো র'ক্তপা'ত বা সং'ঘ'র্ষ ছাড়াই তারা সাবেক প্রেসিডেন্টকে মু'ক্ত করেছেন। বর্তমান প্রেসিডেন্টের পক্ষে না থাকায় তাকে ব'ন্দি করা হয়েছিল বলে অ'ভিযো'গ রয়েছে।

রোববার কিরঘিস্তানের পার্লামেন্ট নির্বাচনের ফল প্রকা'শিত হয়। নির্বাচনে কা'রচু'পির অ'ভিযো'গ এনে সোমবার সন্ধ্যা থেকেই বি'ক্ষো'ভ শুরু হয়। পুলিশের সঙ্গে বি'ক্ষো'ভকারীদের বিভিন্ন জায়গায় সং'ঘ'র্ষ হয়। বিশকেক-এর সেন্ট্রাল স্কোয়ারে প্রথমে চার হাজারের মতো বি'ক্ষো'ভকারী জমা হয়েছিলেন। পুলিশ জলকা'মান ও কাঁ'দানে গ্যাস ব্যবহার করে তাদের ছ'ত্রভ'ঙ্গ করে। 

প্রাথমিকভাবে সরে গেলেও পরে বি'ক্ষু'ব্ধ জনতার সামনে পুলিশ আর দাঁড়াতে পারেনি। বিরো'ধী দলগুলো ইতিমধ্যেই নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছে। বিরো'ধী নেতারা অ'ভিযো'গ করেছেন, ভোটের দিন ভোটদাতাদের ভ'য় দেখানো হয়েছে, তাদের ঘু'ষ দেয়া হয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে অবিলম্বে আবার ভোটের আয়োজন করতে হবে বলে জানিয়েছেন তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে