মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২০, ০৯:৩৩:৫১

বিশ্বকে আজারবাইজানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে তুরস্ক

বিশ্বকে আজারবাইজানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : নাগর্নো-কারাবাখ সং'ঘা'তে বিশ্ববাসীকে আজারবাইজানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে তুরস্ক। পাশাপাশি জাতিগত আর্মেনিয়ান অঞ্চলে যু'দ্ধবিরতি আহ্বান করার বিষয়ে প্র'শ্ন তুলেছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভুসোগলু মঙ্গলবার আজারবাইজানের রাজদানী বাকু সফরে এসে বিশ্ববাসীর কাছে এ দাবি জানান। 

যু'দ্ধবিরতি প্রস্তাবের স'মালো'চনা করে তিনি বলেন, ''এই দুই দেশকে সমপর্যায়ে দাঁড় করানো মানে দ'খ'লদারকে পুরস্কৃত করা। বিশ্বকে অবশ্যই সঠিক যারা, অর্থাৎ আজারবাইজানের পক্ষে দাঁড়াতে হবে, তাদের পাশে থাকতে হবে।'' তুর্কি পররাষ্ট্রমন্ত্রী যু'দ্ধবিরতি নিয়ে প্রশ্ন তুলে বলেন, ''যু'দ্ধবিরতি করার আহ্বান রয়েছে। যু'দ্ধবিরতি হলো, তবে এর পরে কী হবে?''

বি'ত'র্কিত নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে বিরো'ধের জে'র ধ'রে আর্মেনিয়া ও আজারবাইজানের বড় শহরগুলোতে পরস্পরের গো'লাব'র্ষণ শুরু করার পর রাশিয়া, আমেরিকা ও ফ্রান্স দেশ দুটিকে নিঃ'শ'র্ত যু'দ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এর একদিন পরেই বাকু সফরে এসে যু'দ্ধবিরতি প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

কাভুসোগলু বলেন, যু'দ্ধবিরতির সর্বশেষ প্রস্তাবটি আগের থেকে আলাদা নয়। ঠিক আছে, যু'দ্ধবিরতি হোক তবে ফলাফল কী হবে? আপনি কি (বিশ্ব) আর্মেনিয়াকে অবিলম্বে আজারবাইজানীয় অঞ্চল থেকে স'রিয়ে নেওয়ার জন্য বলতে পারবেন বা এর প্র'ত্যাহা'রের জন্য সমাধান তৈরি করতে পারবেন? পারবেন না। তারা প্রায় ৩০ বছর ধ'রে একই রকম প্রস্তাব দিয়ে আসছেন।'

গত ২৭ সেপ্টেম্বর বিবা'দপূর্ণ নাগোর্নো-কারাবাখের মালিকানা ঘিরে প্রতিবেশি দুই দেশে আজারবাইজান ও আর্মেনিয়ার সাম'রিক বা'হি'নীর মধ্যে সং'ঘা'ত শুরু হয়। ১৯৯০ এর দশকের পর এই অঞ্চলে এত বড় সং'ঘা'ত আর কখনও দেখা যায়নি। সূত্র : আল আরাবিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে