বুধবার, ০৭ অক্টোবর, ২০২০, ১২:২৫:১৪

সমর্থন জানিয়ে আজারবাইজান প্রেসিডেন্টকে ইরানি প্রেসিডেন্ট রুহানির ফোন

সমর্থন জানিয়ে আজারবাইজান প্রেসিডেন্টকে ইরানি প্রেসিডেন্ট রুহানির ফোন

আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে আঞ্চলিক অখ'ণ্ডতা র'ক্ষায় সমর্থন জানিয়ে টেলিফোন করেছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। মঙ্গলবার হাসান রুহানি টেলিফোনে তার স'মপ'র্যায়ের আজারবাজানীয় নেতার সঙে আঞ্চলিক নিরা'পত্তার বিষয় নিয়েও আলোচনা করেন।

ইরানি ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ''তেহরান আঞ্চলিক নিরা'পত্তা ও প্রতিবেশীদের আঞ্চলিক অখ'ণ্ডতা রক্ষায় সমর্থন করে। রুহানি আলিয়েভকে বলেন, এই ইস্যু আঞ্চলিক শান্তি র'ক্ষায় গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আমাদের প্রতিবেশীদের আঞ্চলিক অখ'ণ্ডতা আমাদের জন্য অত্যন্ত গু'রুত্বের।

বিরোধীয় নাগোরনো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে ১০ দিন ধ'রে চলা এই সং'ঘাতে ২০০'র বেশি মানুষ নিহ'ত হয়েছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে ১৯৯০ দশকের যু'দ্ধে প্রায় ৩০ হাজার মানুষের মৃ'ত্যু হয়। আর্মেনিয়া সাবেক সোভিয়েত দেশগুলোর সাম'রিক জোটের সদস্য। এই জোটের নেতৃত্বে রয়েছে রাশিয়া। 

আর্মেনিয়ার সঙ্গে বিরো'ধপূর্ণ সম্পর্ক থাকা তুরস্ক আজারবাইজানের ঘনি'ষ্ঠ মিত্র। ইয়েরেভানের পক্ষ থেকে অ'ভিযো'গ করা হয়েছে, কারাবাখে সং'ঘাতে আজারবাইজানকে শ'ক্তিশা'লী করতে উত্তর সিরিয়া থেকে ভাড়াটে সেনা পাঠিয়েছে তুরস্ক। তবে আঙ্কারা এই অ'ভিযো'গ অস্বী'কার করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে