বুধবার, ০৭ অক্টোবর, ২০২০, ০৫:৪১:৩৪

ইসলাম নিয়ে কথা বলার আপনি কে?, ফরাসি প্রেসিডেন্টকে এরদোগান

ইসলাম নিয়ে কথা বলার আপনি কে?, ফরাসি প্রেসিডেন্টকে এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : ইসলাম ধর্ম নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের অ'বমা'ননাকর মন্তব্যে ক্ষু'ব্ধ প্র'তিক্রি'য়া ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। ফরাসি প্রেসিডেন্টের এমন মন্তব্যকে খোলাখুলি উ'স্কা'নি বলে মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি ''ইসলামী চ'র'মপন্থা''র বি'রু'দ্ধে ফ্রান্সের সেক্যুলার মূল্যবোধ র'ক্ষার উদ্দেশ্যে নতুন একটি পরি'ক'ল্পনা প্রকা'শ করেন ইমানুয়েল ম্যাক্রন। ফ্রান্সের সেক্যুলারিজমকে র'ক্ষা করার এক পরিক'ল্পনা উন্মো'চন করতে গিয়ে তিনি বলেন, ''ইসলাম এমন একটি ধর্ম, যেটি বর্তমান বিশ্বের সব দেশে সং'ক'টে রয়েছে। এটি কেবল আমরা আমাদের দেশে দেখছি- এমনটি নয়।''

ফরাসি প্রেসিডেন্টের এমন মন্তব্যে দেশটির মুসলিমদের মধ্যে তী'ব্র ক্ষো'ভের স'ঞ্চার হয়। এরদোগানের মতে, এটা হলো সরাসরি উ'স্কা'নি দেয়া। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ''ইসলাম সং'ক'টে বলে ম্যাক্রন যে শুধু ধর্মকে অশ্র'দ্ধা করেছেন তাই নয়, খোলাখুলি উ'স্কা'নিও দিয়েছেন। ম্যাক্রন এ কথা বলে তার ধৃ'ষ্ট'তা দেখিয়েছেন। ইসলামের কাঠামো নিয়ে কথা বলার তিনি কে?''

ফরাসি প্রেসিডেন্টকে পরামর্শ দিয়ে এরদোগান বলেন, ''ম্যাক্রন যে সব বিষয়ে কিছুই জানেন না, সেসব বিষয়ে বলার আগে যেন ভালো করে বিষয়টা জেনে নেন। আমরা চাই তিনি দায়িত্বশীল প্রেসিডেন্টের মতো কাজ করুন। ঔপনিবেশিক গভর্নরের মতো নয়।''

ডয়চে ভেলে জানিয়েছে, ম্যাক্রনের পরিক'ল্পনা হলো, মসজিদে বিদেশি অর্থ আসা নিয়'ন্ত্রণ করা এবং শিক্ষা ব্যবস্থারও তদা'রকি করা। ম্যাক্রন ও এরদোগানের সম্পর্ক এমনিতেই মধুর নয়। আর্মেনিয়া-আজারবাইজান ল'ড়া'ই এবং পূর্ব ভূমধ্যসাগর নিয়ে দুই নেতার বিরো'ধের মধ্যেই এবার ইসলাম নিয়েও তাদের তী'ব্র মতবিরো'ধ সামনে এলো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে