বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২০, ১২:৪২:৪১

সীমান্তে পরমাণু অ'স্ত্রবাহী ক্ষে'পণা'স্ত্র মোতায়েন করবে ভারত!

সীমান্তে পরমাণু অ'স্ত্রবাহী ক্ষে'পণা'স্ত্র মোতায়েন করবে ভারত!

আন্তর্জাতিক ডেস্ক : লাইন অব অ্যা'কচু'য়াল ক'ন্ট্রো'লে (এলএসি) চীনের সঙ্গে সং'ঘা'তের তী'ব্রতা এখন কিছুটা স্তি'মিত। তবুও যে কোনো পরি'স্থিতির মো'কাবে'লায় ধাপে ধাপে প্রস্তুতি সেরে রাখছে ভারত। বেজিংয়ের ওপর চা'প বাড়িয়ে ভারত সীমান্তের কাছে পারমাণবিক অ'স্ত্র বহনে সক্ষম ক্ষে'পণা'স্ত্র 'শৌর্য' মোতায়েন করা হতে পারে বলে ই'ঙ্গি'ত মিলছে। 

চলতি মাসেই ওই ক্ষে'পণা'স্ত্রের পরীক্ষায় সাফল্য পাওয়া গেছে। তবে শেষ পর্যন্ত কোথায় 'শৌর্য' মোতায়েন করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় সেনাবা'হি'নী ও জাতীয় নিরা'পত্তা পরিষদ। এই খবর তুলে ধরেছে সর্বভারতীয় সংবাদপত্র হিন্দুস্তান টাইমস। 'শৌর্য' নামের ওই ক্ষে'পণা'স্ত্র ভূমি থেকে ভূমিতে আ'ঘা'ত হা'নতে স'ক্ষ'ম। এটির পাল্লা ৭০০ কিলোমিটার। 

ক্ষে'পণা'স্ত্রটি সুপারসনিক অর্থাৎ শব্দের চেয়েও দ্রুতগামী। সংবাদপত্রটি জানাচ্ছে, এরই মধ্যে এলএসি বরাবর সীমিত সংখ্যক 'নির্ভয়' ক্ষে'পণা'স্ত্র মোতায়েন করেছে ভারত। যার পাল্লা ৮০০ কিলোমিটার পর্যন্ত। তবে ওই ক্ষে'পণা'স্ত্রটি শব্দের চেয়ে কম গতিতে ছোটে অর্থাৎ সাবসনিক। তাই এবার সুপারসনিক ক্ষে'পণা'স্ত্র মোতায়েনেও অনুমোদন দেয়া হল।

বিশেষজ্ঞদের মতে, নয়াদিল্লির এই পদক্ষেপে নিঃস'ন্দে'হে বেজিংয়ের জন্য চা'প কিছুটা বেড়ে গেল। সেই সঙ্গে ভারত যে পিছ পা হতে রাজি নয় সেই বার্তাও দেয়া হল। সীমান্ত নিয়ে বেজিংয়ের সঙ্গে টা'নাপো'ড়েন চলাকালীন গত সেপ্টেম্বর থেকে চলতি মাসের মধ্যে ক্ষে'পণা'স্ত্র নিয়ে চারটি পরীক্ষা চালিয়েছে নয়াদিল্লি। এর প্রতিটিতেই সাফল্য মিলেছে। 

গত ৭ সেপ্টেম্বর হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকলের পরীক্ষা করা হয়। মানববি'হী'ন ওই যান দূরপাল্লার এবং শব্দের চেয়েও দ্রুতগামী ক্ষে'পণা'স্ত্র বহনে সক্ষম। শব্দের চেয়েও দ্রুতগামী 'ব্রাহ্ম্স' ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হয় গত ৩০ সেপ্টেম্বর। এর পর ৩ অক্টোবর পরীক্ষা করা হয় 'শৌর্য' ক্ষে'পণা'স্ত্রের। সবশেষ, ৫ অক্টোবর ডুবোজাহাজ ধ্বং'স করতে স'ক্ষ'ম সুপারসনিক মি'সা'ইল অ্যা'সিস্টে'ড রিলিজ অফ টর্পেডো (স্মার্ট)-এর সফল পরীক্ষা চালায় ভারত। সূত্র : আনন্দবাজার পত্রিকা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে