আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজান ও আর্মেনীয়ার যু'দ্ধে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। গু'লি ও বো'মায় বিধ্ব'স্ত নাগার্নো-কারাবাখে বসবাসরত সাধারণ আর্মেনীয়রা বাড়ি ছেড়ে পালাতে শুরু করেছেন।
যু'দ্ধ বন্ধের এখনো কোনো ই'ঙ্গিত নেই। ১১ দিনে প্রবেশ করল নাগার্নো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের যু'দ্ধ। তারই মধ্যে আর্মেনীয়ার মদ'তপুষ্ট কারাবাখের বিচ্ছিন্নতাবাদীরা জানিয়েছে, তাদের প্রধান শহর স্টেপানাকার্তে বসবাসরত অর্ধেকরও বেশি আর্মেনীয় এখন গৃহহীন। অন্যদিকে যু'দ্ধ বন্ধের জন্য আবারো সরব হয়েছে রাশিয়া, ফ্রান্স ও আমেরিকা। ন্যাটোর পক্ষ থেকেও দ্রুত যু'দ্ধ বন্ধ করে শান্তি আলোচনার প্র'স্তাব দেয়া হয়েছে। কিন্তু কোনো দেশই ল'ড়াই থামানোর ই'ঙ্গিত দেয়নি।
এদিকে কার্যত ধ্বং'সাবশেষে পরিণত হয়েছে কারাবাখের মূল শহর। আর্মেনীয়ার মদতপুষ্ট সেখানকার বিচ্ছিন্নতাবাদীদের বক্তব্য, আজারবাইজানের সেনাবাহিনীর তী'ব্র আ'ক্রমণে হাজার হাজার আর্মেনীয় বাড়ি ছেড়ে পালাচ্ছেন। শহর জুড়ে পড়ে রয়েছে বোমা। বহু বো'মা না ফাটা অবস্থায় রাস্তায় ছড়িয়ে রয়েছে। যখন তখন বি'স্ফোরণের আশ'ঙ্কা। বহু বাড়ি বোমার আঘা'তে ভে'ঙে পড়েছে। ধ্বং'সস্তূপ ঘেঁ'টে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে পালাচ্ছেন সাধারণ আর্মেনীয়রা।
আর্মেনীয়ার হিসেব অনুযায়ী নাগার্নো-কারাবাখে প্রায় সাররিক-বেসামরিক মিলিয়ে ৩০০ মানুষের মৃ'ত্যু হয়েছে। তবে বিশে'ষজ্ঞদের বক্তব্য, মৃ'তের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। তারই মধ্যে যু'দ্ধ অব্যাহত। আর্মেনীয়া এখনো আজারবাইজানের বিভিন্ন শহরে গো'লাব'র্ষণ করছে। আজারবাইজানও গো'লাব'র্ষণ চালিয়ে যাচ্ছে।