বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২০, ০৯:৪৬:৫৫

সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে নতুন যু'দ্ধজাহাজ আনলো ইরান

সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে নতুন যু'দ্ধজাহাজ আনলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরান সম্পূর্ণভাবে নিজস্ব দেশীয় প্রযু'ক্তিতে তৈরি ড্রোন, হেলিকপ্টার ও ক্ষে'পণা'স্ত্রবা'হী নতুন যু'দ্ধজাহাজ উদ্বোধনের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার দেশটির নৌবা'হি'নীর ক'মা'ন্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি জানিয়েছেন আগামী নভেম্বরের মধ্যে এগুলো উদ্বোধন করা হবে। 

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস শহরে দেয়া বক্তৃতায় তিনি বলেন, ''নতুন যু'দ্ধ জাহাজের নাম দেয়া হয়েছে 'পার্সিয়ান গাল্ফ' যা আগামী নভেম্বর মাসে ইরানের নৌব'হরে যুক্ত হবে।'' ইরানের এ কমা'ন্ডার জানান নতুন যু'দ্ধজাহাজটি একবার জ্বালানি নিয়ে তিনবার বিশ্ব পরিভ্রমণ করতে পারবে বলে। খানজাদি আরো জানান, নতুন যু'দ্ধজা'হাজ উদ্বোধনের কয়েক মাস পরে যুক্ত হবে ইরানি নৌবা'হি'নীতে। এছাড়া, আগামী মাসে ইরানের নৌ বা'হি'নী প্রথম মাইনসুইপার উদ্বোধন করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে