বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২০, ১১:৪৯:০৩

'ক্ষমতা থেকে স্বৈরাচারী মমতা ব্যানার্জীকে সরিয়ে তবেই বিজেপি থামবে'

'ক্ষমতা থেকে স্বৈরাচারী মমতা ব্যানার্জীকে সরিয়ে তবেই বিজেপি থামবে'

আন্তর্জাতিক ডেস্ক : বিজেপির নবান্ন অ'ভিযা'নে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ ইচ্ছাকৃত হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দলটির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। এছাড়া মমতা সরকার গণতন্ত্র আর সংবিধানকে হ'ন'ন করছে বলে অ'ভিযো'গ করেছেন তিনি।

বুধবার (৮ অক্টোবর) বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযানকে ঘিরে চ'র'ম স'হিং'সতার পর কলকাতার মুরলীধর সেন লেনের রাজ্য বিজেপির সদর দফতরে সাংবাদিক সম্মেলনে অ'ভিযো'গ করে তিনি বলেন, ''বাংলায় আজ একটা কালো দিন। বাংলার গণতন্ত্রকে আজ প্রকাশ্য দিবালোকে হ'ত্যা করেছে মমতা ব্যানার্জী সরকার। পশ্চিমবঙ্গে দেশের সব থেকে দুর্নী'তিবাজ সরকার চলছে। এত দুর্নী'তি আর কা'টমা'নির সরকারের জন্য বাংলায় বে'কা'রত্ব বাড়ছে। বাংলায় বিজেপি সরকার গ'ড়বে। এই স্বৈ'রাচা'রী সরকারকে সরিয়ে তবেই বিজেপি থামবে। 

তেজস্বী সূর্য বলেন, ''আমি বাংলা থেকে কর্মসূচি শুরু করলাম কারণ এ রাজ্যে গণতন্ত্রকে বাঁচাতে হবে। বাংলার সমস্ত দেশপ্রেমী যুবককে আশ্বস্ত করতে চাই গোটা দেশের যুবসমাজ আপনাদের পাশে আছে। নিজেদের একা ভাববেন না। এ তো সং'ঘ'র্ষের শুরু। মমতা দিদি যুব মোর্চাকে ভ'য় পেয়েছেন। তাই নবান্ন দুদিনের জন্য ব'ন্ধ রাখলেন। এই ভ'য় পাওয়াটা ভাল। বাংলাতেও নতুন সূর্যোদয় হবে। পশ্চিমবঙ্গেও বিপুল জনমত পেয়ে বিজেপি ক্ষ'মতায় আসবে। এবার আসবে বিজেপির সরকার।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে