রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ১১:৪৬:২৪

ঘরে-বাইরে একাই লড়বেন ওবামা

ঘরে-বাইরে একাই লড়বেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের ব্যবহার এতটাই বেড়ে গেছে যে সেখানে বসবাসরত সাশারণ মানুষ রীতি মতো নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে দেশটির আগ্নেয়াস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণে পদক্ষেপের কথা ভাবছে ওবামা প্রশাসন। কিন্তু তাতে সায় নেই অন্যদের। ফলে একপাক্ষিক ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। নতুন বছরের প্রথম সাপ্তাহিক বিবৃতিতে এ ব্যাপারে করণীয় সম্পর্কে অ্যাটর্নি জেনারেল লরেটা লিঞ্চের সঙ্গে আলোচনা করবেন তিনি। ২০১৫-তে যুক্তরাষ্ট্রে ঘটা কৃষ্ণাঙ্গ হত্যার বেশকিছু ঘটনার পর দেশটিতে বিভিন্ন ধরণের আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেয়ার কথা বললেও পরে তা হারিয়ে যায়। পরে আবার একেই ধরণের কিছু ঘটনার প্রেক্ষিতে আবার বিষয়টি সামনে চলে আসে। এর কারণ হিসেবে ওবামা মার্কিন কংগ্রেসের সিদ্ধান্তহীনতাকে দায়ী করেন। তিনি বলেন, দেশে আগ্নেয়াস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার বিষয়ে কংগ্রেস ব্যর্থ হয়েছে। তাই এবার প্রেসিডেন্ট হিসেবে নিজের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে একাই ব্যবস্থা নেবেন তিনি। বিশ্লেষকরা মনে করেন, এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে গেলে ওবামাকে আগ্নেয়াস্ত্র ব্যবসায়ীদের পাশাপাশি রিপাবলিকানদের তোপের মুখে পড়তে হবে। তবে এতে ভীত নন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, তিনি অভিভাবক, শিক্ষক এবং বাচ্চাদের কাছ থেকেও অসংখ্য চিঠি পেয়েছেন। তাদের অভিযোগ, ওবামা সরকার এ বিষয়ে কিছু না করে হাত গুটিয়ে বসে আছে। ওবামা বলেন, আমি জানি আমাদের পক্ষে প্রত্যেকটা সহিংসতা ঠেকানো সম্ভব না। কিন্তু চেষ্টা করে আমরা যদি একটাও ঠেকাতে পারতাম? কী হতো কংগ্রেস যদি আমাদের শিশুদের আগ্নেয়াস্ত্রের সহিংসতা থেকে বাঁচাতে ব্যবস্থা নিতো – কিছু একটা করতো? যত বাধাই আসুক এ ব্যাপারে কঠোর অবস্থানে অনড় থাকবেন বলেই জানিয়েছেন ওবামা। ০৩ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে