শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২০, ০২:০৯:০৪

গোপন নথিপত্র ফাঁসে করোনা ভ্যাকসিন নিয়ে পাওয়া গেল বড় সুখবর!

গোপন নথিপত্র ফাঁসে করোনা ভ্যাকসিন নিয়ে পাওয়া গেল বড় সুখবর!

পরের মাসেই ব্রিটেনে হাতে চলে করোনার প্রতিষে'ধক! তথ্য ফাঁস, এনএইচএস বা জাতীয় স্বাস্থ্য পরিষেবার গোপন নথিপত্র হাতে আসতেই জোর জল্পনা লন্ডনে। দু-দিন আগেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছিল, বড়দিনেই প্রতিষে'ধক নিয়ে বড় খবর দেবে তারা। যার সম্ভাবনা বিপুল।  এর পরই করোনা ভ্যাকসিনের খবর নিয়ে আসে ব্রিটেন। 
  
সে দেশের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছে বছরের শেষ মাসের আগেই জন সাধারাণের জন্য প্রস্তুত থাকবে করোনা টিকা। অর্থাৎ মনে করা হচ্ছে নভেম্বরেই সেই সুখবর মিলতে পারে।  বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাসের মুখেও শোনা গিয়েছে বছরের  শেষেই করোনার হাত থেকে নিস্তার মিলতে পারে।  তবে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।  ব্রিটিশ সংবাদ পত্রে প্রকাশিত তথ্য অনুসারে, গোপন নথিপত্র ফাঁস হয়েছে, যাতে উল্লেখ রয়েছে নভেম্বরেই টিকাকরণ শুরু হয়ে যাবে ব্রিটেনে।

সে দেশের বিভিন্ন প্রান্তে ভ্যাকসিনেশন কেন্দ্র তৈরি করা হচ্ছে। শুরু হয়েছে স্বাস্থ্য কর্মীদের নিয়োগ। জায়গায় জায়গায় মোবাইল ইউনিট পাঠানো হবে।  অন্যদিকে রাশিয়া জানিয়েছে, তারা  নিরাপদ এবং উপযোগী করোনার ভ্যাকসিন তৈরির শেষ পথে। চিনও শেষ ধাপে পৌঁছেছে বলে দাবি করছে। এমনকি কিছুদিনের মধ্যেই বাজারে আসার জন্য প্রস্তুত তাদের তৈরি ভ্যাকসিন।

অন্যদিকে করোনা ভ্যাকসিন তৈরির চূ'ড়ান্ত পর্বের দাবি জানিয়েছে আমেরিকার মডার্না এবং ফাইজার। অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার টিকা এসবের চেয়ে আরও একধাপ এগিয়ে বলে জানা যাচ্ছে। সুতরাং, সমস্ত রিপোর্ট হাতে পেয়ে হু- মনে করছে, চলতি বছরের শেষেই মিলতে চলেছে করোনা ভ্যাকসিন।   WHO সবাইকে ভ্যাকসিন নিয়ে প্রতিযোগিতায় না নেমে কার্যকারিতা নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে