স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযানে শিখ সম্প্রদায়ের একজনের পাগড়ি খোলা নিয়ে বিত'র্কের জেরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবস্থা নিতে বললেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। ওই আর্জি জানিয়ে সরাসরি টুইট করেছেন তিনি।
ওইদিন বিজেপির 'নবান্ন চলো' অভিযানে শামিল হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ, দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মুকুল রায় এবং বিজেপির প্রথমসারির বেশ কিছু নেতা। পুলিশ তাদের বা'ধা দিলে বিভিন্ন এলাকায় তাদের সঙ্গে বচসা এবং ধ্ব'স্তাধ্ব'স্তি বাধে বিজেপি কর্মীদের। সেই ধ্ব'স্তাধ্ব'স্তির ভিডিও ফুটেজে দেখা যায়, এক শিখ যুবককে ধ'রেছে পুলিশ।
সেই যুবককে ধ'রার সময় ধ্ব'স্তাধ্ব'স্তিতে তার পাগড়ি খুলে যাচ্ছে। ঘ'টনা'চক্রে, বলবিন্দর সিং নামে ওই যুবকের হেফাজত থেকে একটি পি'স্ত'লও উ'দ্ধার করেছিল পুলিশ। তা নিয়ে ব্যা'পক বি'ত'র্কও হয়েছিল। বলবিন্দর বিজেপি যুবমোর্চার রাজ্য কমিটির সদস্য তথা ব্যারাকপুরের বাসিন্দা প্রিয়াঙ্গু পাণ্ডের দে'হর'ক্ষী বলে জানা গিয়েছিল। বিজেপি বলেছিল, তার পিস্তলটি লা'ইসে'ন্সপ্রাপ্ত। সেটির লা'ইসে'ন্স করানো হয়েছিল জম্মুর রজৌরি থেকে।
ওইদিন রাতেই ভিডিয়োটি ভাইরাল হয়ে যায়। তা নিয়ে দেশ জুড়ে বি'ত'র্ক ছড়িয়ে পড়ে। দিল্লির জংপুরের বিজেপি নেতা ইমপ্রীত সিং বক্সি ভিডিয়োটি টুইট করে লেখেন, ''প্রিয়াঙ্গু পাণ্ডের দেহর'ক্ষী বলবিন্দর সিংয়ের পাগড়ি খুলে দেওয়া হয়েছে। তাকে টেনেহিঁচড়ে রাস্তায় নৃ'শং'স ভাবে মেরেছে কলকাতা পুলিশ।'' পাগড়ি খুলে দেওয়া শিখ সম্প্রদায়ের কাছে গর্হিত অ'পরা'ধের শা'মিল।
মুখ্যমন্ত্রী মমতার কাছে সংশ্লিষ্ট পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান ইমপ্রীত। তার টুইটটি 'রিটুইট' করেন এক জনৈক নেটাগরিক। তিনি প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং, হরভজন-সহ আরও অনেককে 'ট্যাগ' করেন। সেই টুইট দেখেই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে ব্যবস্থা নেওয়ার জন্য টুইটে আবেদন জানান হরভজন। হরভজনের টুইট নিয়ে অবশ্য প্রশাসনের তরফে এ দিন সন্ধ্যা পর্যন্ত কোনও উচ্চবাচ্য করা হয়নি।