শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ০৫:১৫:৩৯

যু'দ্ধবিরতিতে সম্মত হল আজারবাইজান ও আর্মেনিয়া

যু'দ্ধবিরতিতে সম্মত হল আজারবাইজান ও আর্মেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক : নাগর্নো-কারাবাখ নিয়ে চলমান যু'দ্ধ থামাতে একমত হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। রাশিয়ার রাজধানী মস্কোতে দুই দেশের মধ্যে যু'দ্ধবিরতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সেখানেই দুই দেশ সাময়িক সময়ের জন্য যু'দ্ধবিরতিতে রাজি হয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যু'দ্ধবিরতির খবর নি'শ্চি'ত করেছেন। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে জানানো হয়, এখন যু'দ্ধবিরতির মধ্যে দুই দেশ কীভাবে আগাবে তা নির্ধারণ করতে নিজেরা স্বতন্ত্রভাবে আলোচনায় বসবে আর্মেনিয়া ও আজারবাইজান। গত ২৭শে সেপ্টেম্বর থেকে দুই দেশের মধ্যে যু'দ্ধ চলছে। এখন পর্যন্ত এতে প্রায় ৪০০ মানুষের প্রাণ হা'রানোর খবর পাওয়া গেছে। যার একটি বড় অংশ বেসামরিক নাগরিক। ইসরাইলি অ'স্ত্রে স'জ্জি'ত আজার-বা'হি'নী যুদ্ধে আর্মেনিয়াকে বেশ চা'পে ফেলে দিয়েছিল। তবে ম'রদে'হ উ'দ্ধা'র ও ব'ন্দী বিনিময়ের জন্য শনিবার দুপুর থেকে সাম'য়িক যু'দ্ধবিরতি কার্যকর হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে