শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ০৮:০৮:৫২

সিগারেট না দেওয়ায় চায়ের দোকানদারকে কো'পাল দুই ব্যক্তি

সিগারেট না দেওয়ায় চায়ের দোকানদারকে কো'পাল দুই ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক : জেসিকা লাল মামলা মনে আছে নি'শ্চ'য়ই সবার। বার ব'ন্ধ হয়ে গিয়েছিল বলে মদ পরিবেশনে রাজি হননি জেসিকা। তাই তাকে বারের মধ্যেই গু'লি করে হ'ত্যা করেছিল ত'ত্‍কা'লীন কেন্দ্রে ক্ষ'মতা'সীন কংগ্রেস সাংসদের ছেলে মনু শর্মা। প্রথমে ছাড়াও পেয়ে গিয়েছিল মনু। কিন্তু দিল্লির ওই মামলাটিই দেখেছিল ভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের ক্ষ'মতা। শুধু সম্প্রচারিত খবরের চাপেই ফের মামলা শুরু হয় এবং সা'জা পায় মনু। 

ঠিক ওই ধরনেরই একটি ঘ'টনা ঘ'টল আবারও দিল্লিতেই, এবার কালিন্দি কুঞ্জ এলাকায়। সিগারেট দিতে রাজি না হওয়ায় চায়ের দোকানদারকে কো'পাল দুই ব্যক্তি। শনিবার একথা জানিয়েছে দিল্লি পুলিশ। ইজাজ নামে ২৪ বছরের ওই চা ওয়ালা হাসপাতালে ভর্তি। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। অ'ভিযু'ক্ত দুই ব্যক্তি, ১৯ বছরের মোহাম্মদ সাকিব খান এবং ৩০ বছরের আবদুল হান্নানকে গ্রে'প্তার করা হয়েছে, জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার কালিন্দি কুঞ্জের চেক পোস্টে গাড়ির নিয়মমাফিক চেকিং-এর সময় চেঁচামেচি এবং আ'র্তনা'দ শুনতে পেয়ে ঘ'টনাস্থলে গিয়ে পুলিশকর্মীরা ইজাজকে র'ক্তা'ক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ত'ত্‍ক্ষ'ণাত্‍ তাকে এইমস্‌-এ ভর্তি করায় পুলিশ। ইজাজ বয়ানে পুলিশকে জানিয়েছেন, তিনি তার দুলাভাই আমিরের চায়ের দোকানে কাজে সাহায্য করেন। ওই দিন আবদুল দোকানে গিয়ে সিগারেট কেনে। কিছুক্ষণ পর সে এবং সাকিব ফের দোকানে গিয়ে সিগারেট চায়। 

কিন্তু ততক্ষণে দোকান ব'ন্ধ হয়ে যাওয়ায় ইজাজ সিগারেট দিতে রাজি হননি। তারপরই তারা ইজাজকে প্রথমে মা'রধ'র করে তারপর সাকিব ইজাজের তলপেট এবং কব্জিতে কো'পায়। দক্ষিণপূর্ব দিল্লির ডিসিপি আরপি মীনা জানালেন, প্রথমেই একজনকে আ'টক করা হয়। পরে তাকে জে'রা করে দ্বিতীয় অ'ভিযু'ক্তের স'ন্ধা'ন পায় পুলিশ। শাহিন বাগ থানায় মামলা রু'জু হয়েছে। জে'রায় অ'ভিযু'ক্তরা ঘ'টনার কথা স্বী'কার করেছে বলে জানান ডিসিপি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে