রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ১২:২০:৩৪

সৌদি আরবকে ইরানের হুমকি

সৌদি আরবকে ইরানের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক : শিয়া নেতা শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করায় সৌদি রাজ পরিবারকে হুমকি দিয়েছে ইরান। এটিকে হত্যাকান্ড আখ্যায়িত করে দেশটির বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানি রেভ্যুলেশনারি গার্ড। সৌদি আরবে গত শনিবার ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এদের মধ্যে শিয়া নেতা নিমার আল-নিমার ও আল কায়েদার একজন নেতা রয়েছেন। শেখ নিমর সৌদি রাজতন্ত্রবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং দেশটির শিয়া সম্প্রদায়ের কাছে ব্যাপক জনপ্রিয়। তার মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের পরপরই গত শনিবার সৌদিতে ক্ষমতাসীন সুন্নি রাজ পরিবারের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরানি রেভ্যুলেশনারি গার্ড। ইরানি সামরিক বাহিনীর এ দলটি দেশটির ইসলামী শাসন রক্ষায় কাজ করে থাকে। এদিকে সৌদিতে এই মৃত্যুদণ্ড কার্যকরের বিরুদ্ধে ইরানসহ বিভিন্ন দেশে বিক্ষোভ করেছে শিয়ারা। তেহরানে অবস্থিত সৌদি দূতাবাসের সামনে রবিবার সকালে বিক্ষোভ প্রদর্শন করেছে ইরানিরা। এ সময় দূতাবাসের সামনে ভাংচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে। এ ঘটনার পরপরই বিক্ষোভকারীদের শান্ত হওয়ার হওয়ার আহ্বান জানিয়েছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখতেও আহ্বান জানানো হয়েছে। লেবাননের শিয়া দল হিজবুল্লাহ এই মৃত্যুদণ্ড কার্যকরকে হত্যাকান্ড বলে অভিহিত করেছে এবং এর জন্য সৌদি আবরকে চরম মূল্য দিতে হবে হুমকি দিয়েছে। ওদিকে এ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ইরাক ও যুক্তরাষ্ট্রেও বিক্ষোভ করেছে শিয়ারা। ০৩ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে