শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ১১:৫৭:৩০

আর্মেনিয়াকে অবশ্যই অধিকৃত অঞ্চল আজারবাইজানের কাছে সমর্পণ করতে হবে : তুরস্ক

আর্মেনিয়াকে অবশ্যই অধিকৃত অঞ্চল আজারবাইজানের কাছে সমর্পণ করতে হবে :  তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজানের অধিকৃত অঞ্চল আর্মেনিয়াকে অবশ্যই সমর্পণ করতে হবে বলে মন্তব্য করেছে তুরস্ক। শনিবার আঙ্কারার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় এ কথা বলে। মন্ত্রণালয়ের টুইটে বলা হয়, আজারবাইজানের সেনাবা'হি'নী বিরত্বপূর্ণভাবে অধি'কৃত অঞ্চলগুলো মুক্ত করে বিজয় অর্জন করেছে। 

আর্মেনিয়াকে অবশ্যই অধিকৃত অঞ্চল তাদের অধিকারপূর্ণ মালিকের কাছে সমর্পণ করতে হবে। আঙ্কারা বাকুকে সমর্থন করছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় পুনর্ব্যক্ত করে। ''আমরা আজারবাইজানি তার্কিশ ভাই-বোনদের পাশে শেষ পর্যন্ত পাশে থাকব।'' ২৭ সেপ্টেম্বর থেকে বিরোধীয় অঞ্চল নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যু'দ্ধে জড়ায়। 

পরর্বতীতে শুক্রবার রাশিয়ার মধ্যাস্থতায় মস্কোতে আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে ১০ ঘণ্টা শান্তি আলোচনা হয়। এতে দুই দেশ যু'দ্ধবিরতিতে সম্মত হয় বলে জানিয়েছে রাশিয়া। শনিবার স্থানীয় সময় ১২ টা থেকে যু'দ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল।

আজারবাইজানের সংবাদ মাধ্যম জানিয়েছে, সাময়িক যু'দ্ধবিরতি ল'ঙ্ঘ'ন করে আজারবাইজানে গোলা হা'মলা অ'ব্যাহ'ত রেখেছে আর্মেনিয়া। বাকুর প্রতির'ক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়. টার্টার ও আগদামের বেসামরিক অঞ্চলে রকেট ও আর্টিলারি হা'ম'লা অ'ব্যাহ'ত রেখেছে আর্মেনিয়া। পরে তাদের পা'ল্টা জবাব দেয় আজারবাইজানের সেনাবা'হি'নী।

এদিকে যু'দ্ধবিরতি নিয়ে তুরস্ক বলছে, যু'দ্ধবিরতি প্রথম ধাপ, তবে স্থায়ী সমাধান নয়। এক বিবৃতিতে তুরস্ক বলেছে, আলোচনার টেবিলে আঙ্গারা আজারবাইজানকে সমর্থন করে। তুরস্ক বাকুর নিজস্ব অধিকারকে সমর্থন করে এবং আর্মেনিয়ার দ'খ'লদার বা'হি'নীকে অধি'কৃত এলাকা থেকে প্র'ত্যাহা'রের বিষয়টি পু'নর্ব্য'ক্ত করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে