রবিবার, ১১ অক্টোবর, ২০২০, ০৪:৩৬:৫৬

আজারবাইজানে রাতভর আর্মেনিয়ার ক্ষে'পণা'স্ত্র হা'মলা, নিহ'ত ৭

আজারবাইজানে রাতভর আর্মেনিয়ার ক্ষে'পণা'স্ত্র হা'মলা, নিহ'ত ৭

আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজানের গানজা শহরে শনিবার রাতভর আর্মেনিয়ার ক্ষে'পণা'স্ত্র হা'মলায় অন্তত সাতজন নিহ'ত হওয়ার দাবি করেছে আজেরি প্রতির'ক্ষা মন্ত্রণালয়। নাগরনো-কারাবাখ অঞ্চলে অ'স্ত্রবিরতি কার্যকর হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এ হা'মলা হলো। আরব নিউজের প্রতিবেদন থেকে এ ত'থ্য জানা গেছে।

এর আগে শনিবার (১০ অক্টোবর) দুপুরে অ'স্ত্রবিরতি কার্যকর হওয়ার কয়েক মিনিটের মাথায় আজারবাইজান ও আর্মেনিয়া একে অপরের বি'রু'দ্ধে তা ল'ঙ্ঘ'নের অ'ভিযো'গ তুলেছিল। নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘা'ত গত ২৭ সেপ্টেম্বর (রবিবার) থেকে নতুন করে আবার শুরু হয়। গত কয়েক দিনের সংঘা'তে ৩ শতাধিক মানুষের প্রা'ণহা'নি হয়েছে। 

শুক্রবার (৯ অক্টোবর) রুশ প্রস্তাবে সাড়া দিয়ে দুই পক্ষ মস্কোতে অ'স্ত্রবিরতির আলোচনায় সম্মত হয়। সেই আলোচনা শেষে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বাংলাদেশ সময় শনিবার ভোর ৬টার কিছু সময় আগে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে অ'স্ত্রবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, যু'দ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এখন আর্মেনিয়া ও আজারবাইজান পরবর্তী 'ফলপ্রসূ' আলোচনা শুরু করবে।

আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জানান এ অ'স্ত্রবিরতির মেয়াদ সাময়িক। যু'দ্ধক্ষেত্র থেকে ম'রদে'হ উ'দ্ধা'র করে দুই পক্ষের কাছে হস্তান্তর করতে রেড ক্রসের যে সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত স্থায়ী হবে তা। রবিবার টুইটার পোস্টে আজারবাইজানের প্রতির'ক্ষা মন্ত্রণালয় লিখেছে, ''আর্মেনীয় বা'হি'নী রাতে নতুন করে গানজার আবাসিক এলাকায় ক্ষে'পণা'স্ত্র হা'ম'লা চালিয়েছে। এতে সাতজন নিহ'ত ও ৩৩ জন আহ'ত হয়েছে। হ'তাহ'তদের মধ্যে শিশুও রয়েছে।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে