রবিবার, ১১ অক্টোবর, ২০২০, ০৬:৫৫:২২

পাকিস্তানের বিখ্যাত আলেমকে গু'লি করে হ'ত্যা, ভারতকে দায়ী করলেন ইমরান খান

পাকিস্তানের বিখ্যাত আলেমকে গু'লি করে হ'ত্যা, ভারতকে দায়ী করলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : দু'র্বৃ'ত্তদের গুলিতে নিহ'ত হয়েছেন পাকিস্তানের বিখ্যাত আলেম ও করাচির জামিয়া ফারুকিয়ার প্রিন্সিপাল ড. আদিল খান। শনিবার সন্ধ্যায় করাচির ২নং শাহ ফয়সাল কলোনিতে স'ন্ত্রা'সীদের গু'লিতে তিনি নিহ'ত হন।

পাকিস্তান পুলিশের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ডন জানায়, করাচির শাহ ফয়সাল কলোনি এলাকায় শামা শপিং সেন্টারের বাইরে একটি টয়োটা ভিগো গাড়িতে বসে ছিলেন মাওলানা আদিল খান। এ সময় চালকসহ তাকে গু'লি করে হ'ত্যা করা হয়ে। স'ন্ত্রা'সীরা মোটরসাইকেলে করে এসে গু'লি করে।

ঘ'টনার পরপরই পুলিশ এবং সিন্ধু রে'ঞ্জার্সের একটি দল ঘ'টনাস্থলে পৌঁছে এবং সিসিটিভি ক্যামেরার সাহায্যে তদ'ন্ত শুরু করেছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে মাওলানা ড. আদিল খানকে নি'র্ম'মভাবে হ'ত্যার ঘটনাকে 'নি'ন্দ'নীয়' এবং 'কি'লিং টা'র্গে'ট'' হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। 

এই হ'ত্যাকা'ণ্ডকে ভারতীয় ষ'ড়য'ন্ত্র আ'খ্যা'য়িত করেছেন ইমরান খান। মাওলানা ড. আদিল খান পাকিস্তান জামিয়া ফারুকিয়া করাচির প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস, পাকিস্তান মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সাবেক সভাপতি আল্লামা সলিমুল্লাহ খানের (রহ.) ছেলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে