রবিবার, ১১ অক্টোবর, ২০২০, ০৮:৫৩:১৫

ভারতের পর এবার পাকিস্তানেও টিকটক নি'ষি'দ্ধ

ভারতের পর এবার পাকিস্তানেও টিকটক নি'ষি'দ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বাজারে জনপ্রিয় টিকটক ব্যা'ন হওয়ার পরে কার্যত মুখ পুড়েছিল টিকটক কর্তৃপক্ষের। জানানো হয়েছিল নিরা'পত্তার কারণেই ভারত সরকারের তরফে নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত। আর সেই কারণেই অন্যান্য দেশেও ক্রমেই পদক্ষেপ নেওয়া হয়েছিল টিকটক এর বি'রু'দ্ধে। তবে এবারে জানা গিয়েছে নয়া ত'থ্য। পাকিস্তানেও ব্যা'ন হতে চলেছে টিকটক।

পাক প্রশাসনের তরফে জনান হয়েছে ইতিমধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তা নিয়ে জানানো হবে। আর এই পদক্ষেপের কারণ হিসেবে জানা গিয়েছে এর আগেও টিকটক এ বেশ কিছু বি'ত'র্কি'ত বিষয়ের উপরে ন'জ'রদারি করতে পাকিস্তানের তরফে জানানো হয়েছিল। একাধিক বার স'ত'র্ক করা হয়েছিল। কিন্তু তাদের তরফে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

আর সেই কারণেই মনে করা হচ্ছে এই পদক্ষেপ নেওয়া হয়েছে পাক প্রশাসনের তরফে। আর এই সিদ্ধান্তের পরে এবারে পাকিস্তান থেকেও কার্যত পিছু হটতে বা'ধ্য হল টিকটক। ভারতের এই সিদ্ধান্তের পর মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশে এই একই নিয়েছিল। মূলত তথ্য নিরা'পত্তার কথা মাথাতে রেখে নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত। তবে এবারে জানা গিয়েছে পাকিস্তানের তরফে নেওয়া এই সিদ্ধান্ত রীতিমত অ'বা'ক করার মোট একটি বিষয়। 

যদিও এই বিষয়ে সংস্থার তরফে কোন মন্তব্য করা হয়নি। তবে পাক কর্মকর্তাদের তরফে জানানো হয়েছে এই বিষয়ে ইমরান খান যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। আর সেই কারণে এবারে এই প'দক্ষে'প গ্রহন করা হয়েছে। ভারত থেকে সরে আসার পরে দীর্ঘ দিন ধ'রে পাকিস্তানে যথেষ্ট জনপ্রিয় ছিল এই প্ল্যাটফর্ম। তবে এবারে পাক প্রশা'সনের তরফে নেওয়া এই সিদ্ধান্তের ফলে পরবর্তী পদক্ষেপ হিসেবে টিকটক কি ঘোষণা করে তা নিয়ে ন'জর থাকবে গোটা বিশ্ববাসীর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে