সোমবার, ১২ অক্টোবর, ২০২০, ০৪:৩৫:৪৮

ইসরাইলকে গোলান মালভূমি ত্যাগ করতে হবে: ন্যাম

ইসরাইলকে গোলান মালভূমি ত্যাগ করতে হবে: ন্যাম

আন্তর্জাতিক ডেস্ক : জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাম সরিয়ার গোলান মালভূমি ছেড়ে যেতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে। রুশ বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে ন্যাম এক বিবৃতিতে ইসরাইলের প্রতি ওই আহ্বান জানায়। গত শুক্রবার ন্যামভুক্ত দেশগুলো অনলাইন কনফারেন্সের পর একটি বিবৃতি প্রকা'শ করে। 

বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলকে অবশ্যই জাতিসংঘ নিরা'পত্তা পরিষদের প্রস্তাবগুলো মেনে চলতে হবে এবং অধি'কৃত গোলান মালভূমি ছেড়ে যেতে হবে। ১৯৬৭ সালে ইসরাইল সিরিয়ার গোলান মালভূমির এক হাজার ২০০ বর্গকিলোমিটারের মতো ভূমি দ'খ'ল করে নিয়েছে। বিশ্বের কোনো দেশ ওই ভূমিকে ইসরাইলের বলে স্বীকৃতি দেয়নি। নিরা'পত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও ওই ভূমিকে ইসরাইল 'অধি'কৃত' বলে অভি'হিত করে এসেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে