সোমবার, ১২ অক্টোবর, ২০২০, ০৭:৩৫:২৩

ট্রাম্পের মতো গু'ণ্ডারাই কেবল অপরা'ধ ঘ'টিয়ে উল্লাস করে: খামেনি

ট্রাম্পের মতো গু'ণ্ডারাই কেবল অপরা'ধ ঘ'টিয়ে উল্লাস করে: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, ''ইরানের বি'রু'দ্ধে মার্কিন নেতাদের উ'ল্টাপা'ল্টা বক্তব্যের কারণ হচ্ছে তারা ভ'য় পাচ্ছে। তাদের চিৎকার-চেঁচামেচিকে গুরুত্ব না দিয়ে যৌ'ক্তিক হিসাব-নি'কাশের ভিত্তিতে এগিয়ে যেতে হবে। আল্লাহর রহমতে ইরানের অগ্রযাত্রা অব্যাহ'ত থাকবে।''

তিনি আরও বলেন, ''সঠিক ও যৌক্তিক হিসাব-নিকা'শের কারণেই ইরান প্রতির'ক্ষা স'ক্ষ'মতা, ক্ষে'পণা'স্ত্র শ'ক্তি ও আঞ্চলিক প্রভাবের ক্ষেত্রে বর্তমান অবস্থানে পৌঁছাতে পেরেছে। আর এই শ'ক্তিশালী অবস্থানের কারণেই মার্কিন গু'ণ্ডারা চেঁ'চামে'চি করছে।'' তিনি আজ সশ'স্ত্র বাহি'নীর বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ শিক্ষা সমাপনী অনুষ্ঠানে ভিডিও লিঙ্কের মাধ্যমে যু'ক্ত হয়ে এ কথা বলেন। 

করোনা মহামা'রির কারণে ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি এ অনুষ্ঠানে যোগ দেন। ইরানি জাতির বি'রু'দ্ধে অ'পরা'ধমূলক তৎ'পরতা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সন্তুষ্টির প্রতি ই'ঙ্গিত করে সর্বোচ্চ নেতা বলেন, ট্রাম্পের মতো গু'ণ্ডারাই কেবল এ ধ'রণের অ'পরা'ধ চালিয়ে গর্ব করতে পারে। ইরানি জাতি আমেরিকার অন্যায় নিষে'ধা'জ্ঞাকে মো'কাবে'লার করে নিজেদের অর্থনীতি শ'ক্তিশালী করবে বলে তিনি জানান।

ইরানের সর্বোচ্চ নেতা জাতীয় নিরা'পত্তা ও সশ'স্ত্র বাহি'নীর বিভিন্ন দায়িত্বের প্রতি ই'ঙ্গিত করে বলেন, জাতীয় নিরা'পত্তা না থাকলে অন্যান্য গুরুত্বপূর্ণ মূল্যবোধ সম'স্যার স'ম্মু'খীন হয়। দেশের নিরা'পত্তা নি'শ্চি'ত করার পাশাপাশি সশ'স্ত্র বা'হি'নীর আরও অনেক দায়িত্ব রয়েছে। জনগণের সেবা করা সশ'স্ত্র বাহি'নীর অন্যতম বড় দায়িত্ব। করোনা মহামা'রী মো'কাবেলায় সশ'স্ত্র বা'হি'নী স'ক্রি'য়ভাবে মাঠে রয়েছে বলে তিনি জানান।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, ''বাঁধ ও শো'ধনা'গার নির্মাণসহ দেশের অবকাঠামোগত উন্নয়নে সশ'স্ত্র বা'হি'নীর ভূমিকা গুরুত্বপূর্ণ। এছাড়া দেশের স্বাস্থ্য ও চিকিৎসা খাতে সহযোগিতা দেওয়া সেনাবা'হি'নীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। করোনা ম'হামা'রী মো'কাবেলায় সশ'স্ত্র বা'হি'নীর স'ক্রি'য় অংশগ্রহণের প্রশংসা করেন তিনি। সূত্র : পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে