সোমবার, ১২ অক্টোবর, ২০২০, ০৯:০২:০৩

মুসলিমদের নাগরিকত্ব বাতিল করে ভারতকে 'হিন্দু রাষ্ট্র' ঘোষণার দাবিতে আম'রণ অন'শন

মুসলিমদের নাগরিকত্ব বাতিল করে ভারতকে 'হিন্দু রাষ্ট্র' ঘোষণার দাবিতে আম'রণ অন'শন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার তপস্বী ছাউনির মোহন্ত পরমহংস দাশ আজ থেকে আম'রণ অন'শন শুরু করেছেন। আজ (সোমবার) থেকে পরমহংস দাস আম'রণ অন'শনের মধ্য দিয়ে ভারতকে 'হিন্দু রাষ্ট্র' হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন। একইসঙ্গে তিনি মুসলিমদের নাগরিকত্ব বাতিল করার দাবি করেছেন। 

শুধু তাই নয়, পরমহংস দাস মুসলিমদের পাকিস্তান ও বাংলাদেশে পাঠানো এবং পাকিস্তান ও বাংলাদেশের হিন্দুদের ভারতে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। মোহন্ত পরমহংস দাস এর আগে রাম জন্মভূমি ইস্যুতে অনেকদিন অন'শন করেছিলেন। এর আগে, হিন্দু মহাসভা কর্তৃক 'হিন্দু রত্ন' সম্মানে ভূষিত হওয়ার পরে, মোহন্ত পরমহংস দাশ বলেছিলেন, ভারতকে একটি 'হিন্দু রাষ্ট্র' ঘোষণা করা এবং ভারতকে ইসলামমুক্ত করা তার লক্ষ্য।

শনিবার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মোহন্ত পরমহংস দাস বলেন, যখন ধর্মের ভিত্তিতে দেশ বিভ'ক্ত হয়েছিল এবং পাকিস্তানকে মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছিল। তাহলে ভারতকে 'হিন্দু রাষ্ট্র' হিসেবে ঘোষণায় আ'পত্তি কেন? যদি ধর্মের ভিত্তিতে দেশ ভাগ না হয় তাহলে দেশভাগের কোন যৌ'ক্তিকতা নেই। পাকিস্তান ও বাংলাদেশকে ভারতে একীভূত করে অ'খ'ণ্ড ভারতের ঘোষণা করা উচিত।

তার দাবি, দেশে যেখানে মুসলিমদের সংখ্যা বেশি সেখানে হিন্দুদের হয়'রানি করা হচ্ছে। এমন পরি'স্থিতিতে দেশকে 'হিন্দু রাষ্ট্র' হিসেবে ঘোষণার মাধ্যমে যাদের স'ন্ত্রা'সী ও জি'হা'দী মানসিকতা রয়েছে তাদের নাগরিকত্ব বা'তিল করা উচিত। দেশকে 'হিন্দু রাষ্ট্র' হিসেবে ঘোষণা করে পাকিস্তান ও বাংলাদেশে যত হিন্দু আছে তাদের ভারতে ফিরিয়ে আনা উচিত। এবং এখান থেকে মুসলিমদের পাকিস্তান ও বাংলাদেশে পাঠানো হোক।

পরমহংস দাস উত্তর প্রদেশের অযোধ্যার বাসিন্দা। তিনি তপস্বী ছাউনির মোহন্ত। তিনি সংখ্যাল'ঘুদের নিয়ে বিত'র্কিত বিবৃতি দিয়ে প্রায়ই আলোচনায় এসেছেন। ২০১৮ সালের অক্টোবরে রাম জন্মভূমি ইস্যুতে কিছুদিন আম'রণ অন'শন কর্মসূচি হাতে নিয়েছিলেন। প্রশাসনের পক্ষ থেকে কয়েকবার তাকে বোঝানোর চেষ্টা করেও ফল হয়নি। এরপরে পুলিশ অন'শনের সপ্তম দিনে অসুস্থতার কথা বলে তাকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে দেয়। যেখান থেকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাকে বাসায় ডেকে ফলের রস খাইয়ে অন'শন ভ'ঙ্গ করিয়েছিলেন।

এরপরে, পরমহংস দাশ তপস্বী ছাউনি মন্দিরে বাবরের মতাদর্শ ধ্বং'স মহাযজ্ঞ ঘোষণা করেছিলেন। তিনি ৬ ডিসেম্বর দুপুর ১২ টায় নিজে চিতা তৈরি করে আ'ত্মদা'হ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। রাম মন্দির নির্মাণের দাবিতে কোনও সিদ্ধান্ত না হওয়ায় ক্ষু'ব্ধ পরমহংস দাশ আ'ত্মদা'হ করার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু দু'দিন আগে পরমহংস দাশকে পুলিশ গ্রে'ফতার করেছিল। তাকে মুখ্য বিচার বিভাগীয় আদালতে পেশ করা হয়। সেখান থেকে সিজেএম তাকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় রিমা'ন্ডে কারাগারে পাঠানোর নির্দে'শ দেন। সূত্র : পার্র্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে