মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ০৩:১১:৫৮

আর্মেনিয়ান তিনটি মনুষ্য বিহীন বিমান ধ্বং'স করে বড় সাফল্য পেল আজারবাইজান

 আর্মেনিয়ান তিনটি মনুষ্য বিহীন বিমান ধ্বং'স করে বড় সাফল্য পেল আজারবাইজান

দক্ষিণ ককেশাসের নাগার্নো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে গত ২৭ সেপ্টেম্বর থেকে প্রচণ্ড যু'দ্ধ শুরু হয়। দুই সপ্তাহ পর গত শনিবার মস্কোয় রাশিয়ার মধ্যস্থতায় যু'দ্ধবিরতিতে সম্মত হলেও কার্যত দুই দেশের মধ্যে এখনো যু'দ্ধ চলমান।

যু'দ্ধবিরতির পর থেকেই দুই দেশ পা'ল্টাপা'ল্টি হাম'লার অভি'যোগ চালিয়ে আসছে। এরই মধ্যে আজারবাইজানের সেনাবাহিনী আর্মেনিয়ান সশ'স্ত্র বাহিনীর আরো তিনটি মনুষ্য বিহীন বিমান (ইউএভি) ধ্বং'স করেছে।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানায়, আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তের তুভুজ এলাকায় ১২ অক্টোবর রাতে দুইটি আর্মেনিয়ান ড্রো'ন ধ্বং'স করে। এছাড়া আগধাম এলাকায় আরো একটি ড্রো'ন ধ্বং'স করা হয়।

এদিকে কারাবাখ অঞ্চলে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যু'দ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় গভীর উ'দ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থার পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এক বিবৃতিতে বলেছেন, আমরা বেসামরিক লক্ষ্যবস্তুতে হা'মলা ও হ'তাহ'তের তী'ব্র নি'ন্দা জানাচ্ছি।

নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘা'ত গত ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। প্রায় দুই সপ্তাহের সংঘাতে এখন পর্যন্ত ৩ শতাধিক মানুষ নিহ'ত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রুশ প্র'স্তাবে সাড়া দিয়ে দুই পক্ষ মস্কোতে এক আলোচনায় অ''স্ত্রবিরতিতে সম্মত হয়। সেই আলোচনা শেষে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শনিবার আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে অ'স্ত্রবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেন। সূত্র : অ্যাজভিশন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে